সোমবার বিকেলে হাওড়ার ডোমজুড়ের রাজাপুরে একটি কেমিক্যাল কারখানায় বিধ্বংসী আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেল আড়াইটা নাগাদ ডোমজুড়ের কেমিক্যাল কারখানাটিতে ভয়াবহ আগুন লাগে। কারখানাটিতে তাজ্য পদার্থ মজুদ থাকায় চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা কারখানাকে গ্রাস করে নেয়।
কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দিনের বেলা অন্ধকার নেমে আসে গোটা এলাকায়। কারখানার ভিতর থেকে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ হতে থাকে। এদিকে আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গা থেকে আরোও একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হয়।
ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় বাসিন্দারা দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন লাগার কারণ এখনোও স্পষ্ট নয়। আগুনে হতাহতের কোন খবর নেই। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি কারখানায় আগুন নেভানোর জন্য জেট পাম্প থেকে স্প্রিংলার সবকিছুই আছে।
এদিন আগুন লাগার পর সেইসব দিয়ে প্রথম দেড়ঘন্টা আগুন নেভানোর কাজ করা হয়েছে পরে দমকলের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। কারখানা কর্তৃপক্ষের দাবি আগুনে কারখানার কোন কর্মীর কোন ক্ষতি হয় নি।