সবং ব্লকের এক নম্বর দেভোগ অঞ্চলের সংসদে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতীক চিহ্নে জয়লাভ করেছিল কনক অট্ট। রবিবার সবং ব্লকের এক নম্বর দেভোগ অঞ্চলের দলীয় অফিসে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া, প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স,
অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী দাস দত্ত, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিকাশ ভুঁইয়া সহ অন্যান্য বহু নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য কনক অট্ট মন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তার সঙ্গে বহু আদিবাসী ভাই বোনেরা এবং সাধারণ মানুষ এই যোগদান সভায় অংশগ্রহণ করেছিল। প্রায় ১০০ জন কর্মী সমর্থক নিয়ে কনক অট্ট বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বলেন যদি জয়লাভ করার পর দল থেকে কোন সাহায্য সহায়তা না পাই এইরকম দল করে কোন লাভ নেই, তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং সবং এর ভুমিপুত্র রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়ার হাত শক্ত করতে আমরা সবাই মিলে রবিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানান এবং রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া দলের নেতৃত্ব দের নির্দেশ দেন তাদেরকে সম্মানের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। কাউকে ছোট বড় করা হবে না।