শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
নতুন করে ভারতের অটো বাজারে লঞ্চ হতে চলেছে নতুন Pulsar NS160। সংস্থার অন্যতম বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। বিক্রির নিরিখে বছরের পর বছর ১ থেকে ১০ এর মধ্যে থাকে Bajaj Pulsas। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক আপডেট করা হয়েছে এতে। এবার ফের একবার নতুন লুকে বাজারে আসছে Bajaj Pulsar NS160।
যা খবর, এতে একাধিক নতুন আপডেট থাকবে। একই সঙ্গে রাইডারের জন্য আরও সুরক্ষিত হবে বাজাজের নতুন পালসার, এমনটাই দাবি। এক নজরে জেনে নিন Bajaj Pulsar NS160 এর সমস্ত খুঁটিনাটি তথ্য (Best Bike Under 1.5 Lakh) ।
থাকবে নতুন ABS সিস্টেম
2025 Bajaj Pulsar NS160 এ একাধিক নতুন আপডেট থাকছে। সবথেকে বড় বিষয় এতে তিনটি ABS মোড থাকবে। আর তা হল Rain, Road এবং Off-road। আর এই তিন মোড রাইডারকে আগের থেকে অনেক বেশি সুরক্ষিত রাখবে। যে কোনও পরিস্থিতিতে অনেক বেশি রাস্তা কামড়ে ছুটবে 2025 Bajaj Pulsar NS160। সঙ্গে দারুণ কন্ট্রোলের সুবিধা পাবেন রাইডাররা।
Best Bike Under 1.5 Lakh: OBD-2B complaint engine
মনে করা হচ্ছে নতুন 2025 Bajaj Pulsar NS160 এ আধুনিক প্রজকুক্তি নির্ভর OBD-2B complaint engine প্রযুক্তি দেওয়া থাকতে পারে। এপ্রিল 2025 থেকে, সমস্ত টু-হুইলারকে নতুন নিয়মকে মেনে ইঞ্জিনকে আপডেট করতে হবে। যাতে দূষণ কম হয়। ফলে নতুন্ পালসারে প্রযুক্তি নির্ভর শক্তিশালী ইঞ্জিন থাকতে পারে বলেই খবর। যা খবর 160.3cc এর সিঙ্গল-সিলিন্ডার, এয়ার ওয়েল কুল্ড ইঞ্জিন দিতে পারে। যা 17.2PS পাওয়ার এবং 14.6Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে।

সাসপেনশন-ব্রেকিং সিস্টেম
নতুন Pulsar NS160 এ সাসপেনশন কিংবা ব্রেকিং সিস্টেমে বিশেষ বদল নাও দেখা যেতে পারে বলে খবর। ব্রেকিং’য়ের ক্ষেত্রে এতে 300mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং 230mm এর পিছনে ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। যা ডুয়েল ABS এর সঙ্গে যুক্ত। এছাড়াও 2025 Bajaj Pulsar NS160 এ 17 ইঞ্চির অ্যালয় হুইলের সুবিধা মিলবে।

নাইট্রোক রিয়ার মনোশক সাসপেনশন বাইকের পিছনে এবং সামনের দিকে ইনভার্টেড ফর্ক সাসপেনশন পাওয়া যাবে। এছাড়াও একাধিক নতুন অ্যাডভান্সড ফিচারও Pulsar NS160 এ পাওয়া যাবে বলেও খবর। যা খবর, এই বাইকের দাম একেবারে বাজেট ফ্রেন্ডলি হবে।