বৈষম্য ঘুচিয়ে রাজ্য পুলিশে এবার নন আইপিএসদের এসপি ও অ্যাডিশনাল এসপি হওয়ার সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে মন্ত্রিসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য প্রশাসন। কলকাতা পুলিশে এতদিন এসআই বা সার্জেন্টরা, এসপি বা অ্যাডিশনাল এসপি হওয়ার সুযোগ পেলেও রাজ্য পুলিশে তা ছিল না ।
তবে এবার থেকে রাজ্য পুলিশে এসআই এবং ইনস্পেক্টর পদে কর্মরত অফিসাররাও ধাপে ধাপে হতে পারবেন এসপি এবং অ্যাডিশনাল এসপি ।
রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, রাজ্য সরকার চাইছে রাজ্য পুলিশে ‘নন-আইপিএস’ হিসেবে এসপি পদমর্যাদার ১৭টি এবং অ্যাডিশনাল এসপি পদমর্যাদার ২৪টি নতুন পদ তৈরি করতে। প্রথমে এই প্রস্তাব মন্ত্রিসভায় আনা হবে, তা গৃহীত হলে রাজ্যপালের অনুমোদনের জন্যও পাঠানো হবে বলে নবান্ন সূত্রে খবর।
কলকাতা পুলিশে এসআই ও সার্জেন্টদের ক্ষেত্রে ধাপে ধাপে ডিসি হওয়ার সুযোগ বহুদিন ধরেই রয়েছে। কিন্তু রাজ্য পুলিশে সেই পথ কার্যত বন্ধই ছিল । অধিকাংশ ক্ষেত্রে ডিএসপি পদ থেকেই অবসর নিতে হত অফিসারদের।
২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে পুলিশ ওয়েলফেয়ার সংস্থাগুলির পক্ষ থেকে একাধিকবার দাবি তোলা হয়েছিল এই বৈষম্য দূর করার জন্য । তারপরই রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে একটি বিস্তারিত প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে । সেই প্রস্তাবই এবার আলোচনার টেবিলে উঠে আসে। তাকেই আইনি রূপ দেওয়ার প্রস্তুতি চলছে।
নবান্ন সূত্রের খবর, অ্যাডিশনাল এসপি পদে বরাদ্দ ২৪টি নতুন পদের মধ্যে অধিকাংশই নির্ধারিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা ও পুলিশ জেলার ট্রাফিক শাখার জন্য । অন্যদিকে, এসপি পদমর্যাদার ১৭টি নতুন পদের মধ্যে থাকবে হোমগার্ড, সিভিল ডিফেন্স, এসসিআরবি, মানবাধিকার কমিশন, বারাকপুর পুলিশ ট্রেনিং স্কুল এবং ছয়টি পুলিশ কমিশনারেটের ট্রাফিক-2-এর মতো গুরুত্বপূর্ণ দফতর।
এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন রাজ্য পুলিশের অফিসাররা । প্রশাসনের এক শীর্ষ অধিকারিকের জানিয়েছেন, এই উদ্যোগকে পুলিশের বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হয়েছে। রাজ্যের পুলিশ কাঠামোয় এই পরিবর্তন বাস্তবায়িত হলে, কর্মরত অফিসারদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার ঘটবে বলেই মনে করছেন প্রশাসনের কর্তারাও।