রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে পুলিশ। অভিযোগ, তিনি দেশ ছাড়ার চেষ্টা করছিলেন।
সূত্রের খবর, গত ২৯ এপ্রিল ‘জুলাই বিদ্রোহ’ সংক্রান্ত একটি চক্রান্ত এবং হত্যাচেষ্টার মামলায় নুসরাত ফারিয়া সহ আরও কয়েকজন অভিনেতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই মামলার ভিত্তিতেই তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই তারকার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠতেই বিনোদন মহলেও শুরু হয়েছে জল্পনা। তবে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কোনও বিবৃতি পাওয়া যায়নি।নুসরাত ফারিয়ার পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নুসরাত ফারিয়া একজন সফল মডেল, উপস্থাপক ও অভিনেত্রী হিসেবে বহু আগেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় অভিষেক ঘটে। প্রথম ছবিতেই জনপ্রিয়তা পাওয়ার পর তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা: দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ও ‘বস ২: ব্যাক টু রুল’–এর মতো একাধিক হিট সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন।

২০২৩ সালে তিনি প্রখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর সেই সিনেমায় অভিনয়ের জন্য তাকে রাজনৈতিক সমালোচনার মুখোমুখি হতে হয়।
#NusraatFaria

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুড়ঙ্গ’, ‘বিবাহ অভিযান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘যদি কিন্তু তবুও’, ‘পাতালঘর’, ‘আবার বিবাহ অভিযান’ ও ‘ভয়ংকর সুন্দর’-এর মতো দর্শকনন্দিত সিনেমা। শোবিজ অঙ্গনে বহুমাত্রিক প্রতিভার কারণে তিনি বরাবরই আলোচনায় থেকেছেন।