ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Adhikari attacks Mamata from North Bengal : “রানিমা বেড়াতে এসেছেন” মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সকলকে তীব্র কটাক্ষ করে উত্তরবঙ্গে তিরঙ্গা যাত্রা শুভেন্দুর

Suvendu Adhikari attacks Mamata from North Bengal : “রানিমা বেড়াতে এসেছেন” মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সকলকে তীব্র কটাক্ষ করে উত্তরবঙ্গে তিরঙ্গা যাত্রা শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “রানিমা বেড়াতে এসেছেন।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই উত্তরবঙ্গে পা রেখে মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি জলপাইগুড়ির বানারহাটে বিশাল ‘তিরঙ্গা যাত্রা’ করলেন শুভেন্দু অধিকারী। বিশাল আকৃতির....

Suvendu Adhikari attacks Mamata from North Bengal : “রানিমা বেড়াতে এসেছেন” মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সকলকে তীব্র কটাক্ষ করে উত্তরবঙ্গে তিরঙ্গা যাত্রা শুভেন্দুর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Suvendu Adhikari attacks Mamata from North Bengal : “রানিমা বেড়াতে এসেছেন” মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সকলকে তীব্র কটাক্ষ করে উত্তরবঙ্গে তিরঙ্গা যাত্রা শুভেন্দুর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “রানিমা বেড়াতে এসেছেন।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই উত্তরবঙ্গে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“রানিমা বেড়াতে এসেছেন।” এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই উত্তরবঙ্গে পা রেখে মমতার উত্তরবঙ্গ সফর নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাশাপাশি জলপাইগুড়ির বানারহাটে বিশাল ‘তিরঙ্গা যাত্রা’ করলেন শুভেন্দু অধিকারী। বিশাল আকৃতির জাতীয় পতাকা হাতে সেই যাত্রায় পা মেলান কয়েক হাজার মহিলা ও পুরুষ। মিছিলে “পাকিস্তান মুর্দাবাদ” এবং “ভারতবর্ষে থাকতে হলে ভারত মাতা বলতে হবে” শ্লোগান ওঠে। শুভেন্দু অধিকারীর কথায়, ১০ হাজারের অধিক মানুষ ‘তিরঙ্গা যাত্রা’য় অংশগ্রহণ করেছেন।

বানারহাটে দলীয় কর্মসূচিতে এসে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জিকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “পাহাড়ের মা বোনেরা বলেনা… “ঘুমনা আনছ”! বেড়াতে আসছে। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মনোরম পরিবেশ। আসছেন রানিমা। টাইগার হিলে একটা বাড়ি। উত্তর কন্যায় একটা বাড়ি। সেবকে একটা বাড়ি। গজলডোবায় একটা বাড়ি। চালসাতে একটা বাড়ি। চারিদিকে বাড়ি আর বাড়ি।”

এদিন বাগডোগরা এয়ারপোর্টে নেমে সড়কপথে ধুপগুড়ি হয়ে বানারহাটের ফুটবল ময়দানে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর ফুটবল ময়দান থেকে চামুর্চি গামী সড়ক ধরে বানারহাট এলআরপি মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পদযাত্রায় শামিল হন তিনি। পদযাত্রা শেষে ধন্যবাদ জ্ঞাপন সভায় জেলার একাধিক সাংসদ বিধায়কদের নিয়ে ধূপগুড়ির এক সময়ের বরিষ্ঠ দাপুটে সিপিআইএমের নেতা ঈশ্বর রায়কে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে যোগদান করান। উত্তরবঙ্গের লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত ঈশ্বর রায় এদিন শুভেন্দুর উপস্থিতিতে দেশমাতার উদ্দেশ্যে গান গেয়ে সকলকে মুগ্ধ করেন। এরপর সোজা সড়ক পথ হয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

বানারহাটে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “অপারেশন সিন্দুর-এর ঐতিহাসিক সাফল্য ও আমাদের বীর সেনাদের বীরত্বের সম্মানে আজ জলপাইগুড়ি জেলার বনারহাটে একটি ‘তিরঙ্গা যাত্রায়’ অংশগ্রহণ করলাম। যেখানে কয়েক হাজার দেশপ্রেমীক জনগণ ভারতীয় সেনার সম্মানে তিরাঙ্গা হাতে আজ এই মিছিলে পা মেলালেন। পরে, বিজেপির ডাকে ভারতীয় সেনা ও দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একটি ‘ধন্যবাদ জ্ঞাপন সভায়’ অংশগ্রহণ করলাম।” তিনি আরও লিখেছেন, “ভারতীয় সেনাবাহিনী সাহসের সাথে নিখুঁত হামলায় পাকিস্তানের সন্ত্রাসবাদীঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার সাথে সাথে সেখানকার বিমানঘাঁটি গুলিকেও ধ্বংস করে সমগ্র দেশকে গর্বিত করেছে। আমি ভারতীয় সেনার বীর জওয়ানদের ও দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদিজির প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জয় হিন্দ ! জয় হিন্দ কী সেনা!”

অন্যদিকে, বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের পুলিশি তলবের নোটিশ প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ির বানারহাটের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “যেতে না করুন। আর ওই নোটিশটা কুকুরের ল্যাজে বাঁধতে বলুন।”

 

আজকের খবর