সুমন তরফদার। কলকাতা সারাদিন।
দক্ষিণ কলকাতার বাঘাযতীনে বিপত্তি। হঠাৎ হেলে পড়ল একটি চারতলা ফ্ল্যাটবাড়ি। তবে বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানি হয়নি। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনে আপাতত কোনও বাসিন্দা থাকছিলেন না। আপাতত সেখানে কেউ আটকে নেই বলেই খবর। তবে কী কারণে ওই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছান বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা।
বাঘাযতীনে বিপজ্জনক ভাবে হেলে পড়ল চারতলা বহুতল। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল বহুতলের একতলার অংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। কারণ বহুতলটি আগে থেকেই হেলতে শুরু করায় সেই সোজা করা বা লিফটিংয়ের কাজ শুরু হয়। হরিয়ানার একটি সংস্থা সেই কাজ শুরু করে।
সেই কাজ শুরু হওয়ার পরই বহুতলের আবাসিকরা সাময়িক ভাবে ফ্ল্যাট খালি করে অন্যত্র ভাড়া থাকতে শুরু করেছিলেন। ফ্ল্যাটবাড়িটি কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত ‘শুভ অ্যাপার্টমেন্ট’ নামের ওই বাড়িটি। স্থানীয়দের অভিযোগ, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে তিন তলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা। অভিযোগ, সেই নিয়ম ভেঙে চার তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলা জমির উপরেই বছর দশেক আগে ওই বহুতলটি নির্মাণ করা হয়। কিন্তু নরম মাটির উপর চারতলার বহুতল তৈরি হওয়ার কারণেই সম্ভবত সেই চাপ সহ্য করতে পারেনি জলা জমির নরম মাটি। বেশ কিছু দিন আগে থেকেই বহুতলটি অল্প হেলতে শুরু করে। বহুতলের আবাসিকরা প্রোমোটারকে বিষয়টি জানালে তিনি বহুতলটি ভিত থেকে লোহার জগ ব্যবহার করে তুলে সোজা করার পরিকল্পনা করেন। সেই মতো হরিয়ানার একটি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়। বহুতলের আবাসিক অন্যত্র ভাড়া থাকার ব্যবস্থা করে দেন প্রোমোটারই।
কিন্তু এ দিন দুপুর ২.৪৫ মিনিট নাগাদ আচমকাই বহুতলের একতলায় ফাটল ধরতে শুরু করে, কয়েকমিনিটের মধ্যেই ভেঙে পড়ে একতলার দেওয়াল, একপাশে কাত হয়ে পাশের একটি একতলা বাড়ির উপরে গিয়ে পড়ে ওই চারতলা বহুতলটি। যে বাড়িটির উপরে বহুতলটি গিয়ে পড়ে, সেটিরও যথেষ্ট ক্ষতি হয়েছে। এই অবস্থায় সন্ধে থেকেই ওই বহুতল ভাঙার কাজ শুরু হয়ে গেছে। বড় কোনও দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণেই তৎপরতা দেখানো হয়েছে। জেসিবি আনা হয়েছে ভাঙার কাজের জন্য। বাড়িটিতে দুর্ঘটনার সময়ে কেউ ছিল না বলে বড়সড় কোনও ঘটনা ঘটেনি। নাহলে অনেকের মৃত্যু হতে পারত চাপা পড়ে।
যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার এবং ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, হরিয়ানার সংস্থাকে দিয়ে যে ওই বহুতল সোজা করার কাজ চলছে, সে বিষয়ে কলকাতা পুরসভাকে কিছু জানাননি অভিযুক্ত প্রোমটার। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রোমোটার পলাতক। তাঁকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার।