ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপির ১৮ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
মুক্তি প্রাপ্তরা হলেন, তুহিন বিন সিদ্দিক, আব্দুর জাব্বার, আক্কেল আলী, কল্লোল আলী, মো: সেলিম, ফজলুর রহমান, এনামুল কবির, আমিনুল ইসলাম, মো: জামিরুল, নেফাউর রহমান, মো: আজমল, আনিসুর রহমান, রবি, মো. পলাশ, মো: তুহিন, মো: আলমগীর, মো: ফিরোজুল ও চাঁদ আলী।
রাজশাহী কারাগার সূত্রে জানা গেছে, পাবনার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জামিনের আদেশ এলে তাদের মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।