শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
Bharat Global Mobility Expo 2025: ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপোর দ্বিতীয় দিন চলছে। নিত্য নতুন গাড়ির মডেল আসছে প্রকাশ্যে। দেশের বহু গাড়ি নির্মাতা সংস্থা তাদের নতুন নতুন মডেল নিয়ে আসছে প্রদর্শনীতে। টিভিএস এই অটো এক্সপোতে (Bharat Mobility Global Auto Expo 2025) প্রদর্শনী করেছে দেশের প্রথম সিএনজি স্কুটারের।
এবার প্রকাশ্যে এল দেশের প্রথম সৌরশক্তি চালিত গাড়ির লুক। পুনের বৈদ্যুতিন গাড়ির (Solar Car) স্টার্ট আপ সংস্থা এই অটো এক্সপোতে নিয়ে এল প্রথম সোলার কার যার নাম ভাইভ ইভা (Vayve Eva)। মাত্র ৩ মিটার দৈর্ঘ্যের এই গাড়ির দাম পড়বে ৩.২৫ লক্ষ টাকা।
কত দামে পাবেন
এই বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে সংস্থা দাবি করেছে যে, এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ দিলে সর্বোচ্চ ২৫০ কিমি রাস্তা যেতে পারে। মূলত তিনটি ভ্যারিয়ান্টে বাজারে এই সোলার কার ভাইভি ইভা এনেছে এই সংস্থা। এই ভ্যারিয়ান্টের মধ্যে রয়েছে নোভা, স্টেলা এবং ভেগা। এর মধ্যে নোভা ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম রয়েছে ৩.২৫ লক্ষ টাকা। স্টেলার দাম পড়বে ৩.৯৯ লক্ষ টাকা এবং ভেগা ভ্যারিয়ান্টের দাম পড়বে ৪.৪৯ লক্ষ টাকা।
১ কিমি রাস্তা যেতে কত খরচ
ভাইভি ইভা গাড়িতে একটি সোলার প্যানেল রয়েছে, যা গাড়ির সানরুফে লাগানো রয়েছে। এই গাড়িটি এক কিলোমিটার চালানোর খরচ পড়বে মাত্র ৮০ পয়সা। এর সঙ্গে এই সংস্থা দাবি করেছে যে এই গাড়িটিই দেশের প্রথম এবং একমাত্র সৌরশক্তি চালিত গাড়ি।
এই গাড়ির সামনে একটিই মাত্র সিট রয়েছে। আর পিছনেও একটি সিট রয়েছে তবে সেটি একটু বেশি চওড়া। পিছনের সিটে একজন ব্যক্তি তার ছোট সন্তানকে নিয়ে আরামে বসতে পারবে। এই গাড়ির ড্রাইভিং সিট ৬ রকমভাবে অ্যাডজাস্ট করা যায়। এই সোলার গাড়িতেও রয়েছে প্যানরমিক সানরুফ, রিভার্স পার্কিং ক্যামেরা।
ফিচার্স
এই গাড়ির অন্যান্য ফিচার্সের কথা বলতে গেলে এতে রয়েছে অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি। এই গাড়িটি দৈর্ঘ্যে ৩০৬০ মিমি এবং প্রস্থে ১১৫০ মিমি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন ১৭০ মিমি। এই সোলার কারে সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক লাগানো আছে। এই গাড়িতে আপনি সর্বোচ্চ ৭০ কিমি প্রতি ঘণ্টায় গতি পাবেন।