সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার বিচার এখনও অধরা ৷ এদিকে 61 দিনের মাথায় জয়নগরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনে দোষী মুস্তাকিনকে ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুর মহকুমা আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় ৷ এই মামলার তদন্তে ছিল রাজ্য় পুলিশ ৷
দোষী পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে 7 অক্টোবর একটি সিট গঠন করে পুলিশ ৷ তদন্ত করে ঘটনার 25 দিনের মাথায় 30 অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে ৷
শুরু হয় ফাস্ট ট্র্যাক আদালতে বিচার ৷ মামলায় সাক্ষ্য দেন 36 জন ৷ শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার 5 ডিসেম্বর, বারুইপুর পকসো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে।
অভিযুক্তের ফাঁসি সাজা হয় খুশি নির্যাতিকার পরিবারের সদস্যরা ৷