সুমন তরফদার। কলকাতা সারাদিন।
সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির মধ্যে হঠাৎ উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি।
শুনানি শেষের দিকে। হঠাৎ জনৈক আইনজীবী কিছু বলে ওঠেন। তাঁকে থেমে যেতে বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বারবার বলতে থাকেন, ‘স্যর, এক সেকেন্ড, স্যর, এক সেকেন্ড।’ কিন্তু আইনজীবী বলতেই থাকেন। তাঁকে থামাতে গিয়ে সুর চড়ান প্রধান বিচারপতি।
“এটা কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি একজন বারের সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চিকিৎসকদের সমস্যার বিষয়টা দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত, তাহলে সেটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।”
আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দেন। বলেন, “শুনুন আমার কথা। আই অ্যাম সরি… আমার কথা আগে শুনুন, নাহলে আদালত থেকে বের করে দেব।”