রেশন দুর্নীতি মামলায় বুধবার রাজ্যের একাধিক রেশন ডিলারের গোডাউনে হানা দিয়েছে ইডি। সেইরকম এদিন সকালে উলুবেড়িয়ার উত্তর জগদীশপুর এলাকায় এবং রাজাপুর থানার গোহালবেড়িয়া এলাকায় দুই রেশন ডিলারের গোডাউনে হানা দেয় ইডি আধিকারিকরা।
এদিন ইডি আধিকারিকরা দুটি গোডাউনে হানা দিয়ে বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে। বেলায় গোহালবেড়িয়ার গোডাউন থেকে আধিকারিকরা কলকাতার পথে রওনা দিলেও সন্ধ্যা পর্যন্ত উলুবেড়িয়ার উত্তর জগদীশপুরের রেশন ডিলারের গোডাউনে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক গোডাউনের এক কর্মী জানান বুধবার ভোরে তিনটি গাড়িতে করে সাত আট জন আধিকারিক আসার পর গোডাউন খুলে ভেতরে ঢোকেন। এরপর তারা বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করেন।
তিনি জানান কোথা থেকে রেশনের বন্টন সামগ্রী আনা হতো এবং সেগুলো কোথায় বন্টন করা হতো সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তল্লাশি চালাচ্ছেন ই ডি আধিকারিকরা।