ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Ritabrata Durgapur INTTUC : “সংগঠনের নাম ভাঙিয়ে কর্মবিরতি বা মালিকপক্ষকে চাপ দেওয়া যাবেনা” দুর্গাপুরে আইএনটিটিইউসি কোর কমিটির বৈঠকে কড়া হুঁশিয়ারি ঋতব্রতর

Ritabrata Durgapur INTTUC : “সংগঠনের নাম ভাঙিয়ে কর্মবিরতি বা মালিকপক্ষকে চাপ দেওয়া যাবেনা” দুর্গাপুরে আইএনটিটিইউসি কোর কমিটির বৈঠকে কড়া হুঁশিয়ারি ঋতব্রতর

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। “তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নাম ভাঙিয়ে কোনো কারখানায় কর্মবিরতি করা যাবে না। বিনিয়োগকারী ও মালিকপক্ষের কাছে সংগঠনের নামে কোনো অনৈতিক দাবি করা যাবে না। এমন কোনো অভিযোগ এলেই কঠোর ব্যবস্থা নেবে দল।” এভাবেই আজ দুর্গাপুর....

Ritabrata Durgapur INTTUC : “সংগঠনের নাম ভাঙিয়ে কর্মবিরতি বা মালিকপক্ষকে চাপ দেওয়া যাবেনা” দুর্গাপুরে আইএনটিটিইউসি কোর কমিটির বৈঠকে কড়া হুঁশিয়ারি ঋতব্রতর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Ritabrata Durgapur INTTUC : “সংগঠনের নাম ভাঙিয়ে কর্মবিরতি বা মালিকপক্ষকে চাপ দেওয়া যাবেনা” দুর্গাপুরে আইএনটিটিইউসি কোর কমিটির বৈঠকে কড়া হুঁশিয়ারি ঋতব্রতর

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। “তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নাম ভাঙিয়ে কোনো কারখানায় কর্মবিরতি করা যাবে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।

“তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নাম ভাঙিয়ে কোনো কারখানায় কর্মবিরতি করা যাবে না। বিনিয়োগকারী ও মালিকপক্ষের কাছে সংগঠনের নামে কোনো অনৈতিক দাবি করা যাবে না। এমন কোনো অভিযোগ এলেই কঠোর ব্যবস্থা নেবে দল।” এভাবেই আজ দুর্গাপুর শিল্পাঞ্চলে আগামীদিনে তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি কীভাবে চলবে কোর কমিটির সদস্যদের সামনে তার রূপরেখা বেঁধে দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই বাংলার দুই প্রধান শিল্পাঞ্চল দুর্গাপুর ও তমলুকে আইএনটিটিইউসি-র নতুন কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের ১২ জন সদস্যের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রয়েছেন মানস অধিকারী, রাজেশ কোনার, ভুবনেশ্বর মুখোপাধ্যায়, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং, দেবব্রত কেশ, পূর্ণনন্দ চট্টোপাধ্যায়, সেখ আমিনুর রহমান ও আকবর আলি। তাৎপর্যপূর্ণভাবে পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সংগঠন ভাঙা না হলেও, পৃথক ভাবে দুর্গাপুরের জন্য কোর কমিটি গঠন করা হয়েছে। এ ক্ষেত্রেও পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি তথা আইনমন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের জায়গা হয়নি ওই কমিটিতে। চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে নবান্ন সভাঘরে আয়োজিত একটি শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকে হলদিয়া এবং দুর্গাপুর শিল্পাঞ্চলে দলের শ্রমিক সংগঠনের কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রে দলের শ্রমিক সংগঠন নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েছিলেন আইনমন্ত্রী মলয় এবং পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার।

 

আগামী দিনে সংগঠনের কর্মসূচি কোন পথে চলবে তা ব্যাখ্যা করে ঋতব্রত বলেন, “তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবে। মাসে তিনবার করে বৈঠক হবে। শ্রমিকরা যাতে সঠিক সুযোগ-সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে। কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে, কোর কমিটির যদি কোন সদস্য কোন অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য।”

দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ শিল্পাঞ্চলে তৃনমূলের নবগঠিত আইএনটিটিইউসি কোর কমিটির একাধিক সদস্য ঠিকাদারির সাথে জড়িত, এমন অভিযোগ তুলে তৃণমূল শ্রমিক সংগঠনের নবগঠিত কমিটি থেকে বাদ পড়া কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কোন নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো যদি কোন অভিযোগ জানানোর থাকে তাহলে আমাদের হেল্পলাইন নম্বরে নির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন।”

 

আজকের খবর