সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এবার আরও তৎপর হলো নবান্ন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নবান্নের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত কোনো স্তরেই সাধারণ মানুষের ওপর কোনো নতুন কর বা ফি চাপানো যাবে না, এমনকি তা আদায়ও করা যাবে না। এক্ষেত্রে অর্থ দফতর থেকে বাধ্যতামূলকভাবে অনুমতি নিতে হবে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর থেকে জেলাশাসক ও বিডিওদের কাছে গাইডলাইন হিসাবে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
কেন এই নির্দেশ?
সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠছিল যে, কয়েকটি গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বা পুরসভা ট্যাক্সের নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তুলছে, যা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গেছে বলে নবান্নে অভিযোগ এসেছিল বলে সূত্রের খবর।
কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
নতুন নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে, এই ধরনের ফি বা করের নামে অনুমতি ছাড়া টাকা তুললে তা সরকারি নির্দেশিকাকে অমান্য করা হচ্ছে বলে ধরা হবে। বিডিও এবং জেলাশাসকদের এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব ড. মনোজ পন্ত ইতিমধ্যেই বিভিন্ন জেলাশাসকদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন।