সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন প্রতিবেশী রাজ্য বিহারে। তার আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের ঘরে এল নতুন সদস্য। কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম হল লালু প্রসাদের নাতির। পুত্রসন্তানের জন্ম দিলেন তেজস্বী যাদবের স্ত্রী।
মঙ্গলবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় নবজাতকের। খবর পেয়ে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৬ মাস আগেই গর্ভবতী স্ত্রীকে নিয়ে কলকাতায় আসেন তেজস্বী। এতদিন ধরে এখানেই থাকছিলেন লালুর পুত্রবধূ। মঙ্গলবার সকালে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
মঙ্গলবার বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুসংবাদ জানান। ইনস্টাগ্রামে শেয়ার করেন ছেলের ছবি। লেখেন, ‘শুভ সকাল!’ অবশেষে অপেক্ষার অবসান হলো…’। মঙ্গলবারে ছেলের জন্ম। তিথি অনুসারে ‘বড়া মঙ্গল’ও বটে। তাই তেজস্বী লেখেন, জয় হনুমান! সঙ্গে সঙ্গে অভিনন্দন বার্তায় ভেসে যায় কমেন্ট বক্স।
এদিন হাসপাতালে লালুপ্রসাদ যাদবের পরিবারের নতুন সদস্যকে দেখতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তেজস্বীকে পাশে দাঁড় করিয়ে বলেন, “তেজস্বীর ঘরে পুত্রসন্তান এসেছে। ওঁদের পরিবারে এই প্রজন্মে প্রথম পুত্র সন্তান। ওঁরা খুব খুশি। লালুপ্রসাদজি, রাবড়িজিও এসেছেন। সামনে ওঁর রাজ্যে নির্বাচন। ওঁর সন্তান আশীর্বাদ নিয়েই জন্মেছে।” মমতা বন্দোপাধ্যায় জানান, তেজস্বীর স্ত্রী গত ৯ মাস ধরে কলকাতাতেই আছেন। নিয়মিত তেজস্বীর সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

তিনি বলেন, “তেজস্বীর ছেলে হয়েছে। আগেরটা মেয়ে হয়েছিল। তেজস্বীর স্ত্রী নয় মাস ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছে। কেউ জানতো না। আমার সঙ্গে তেজস্বীর কথা হত। আমাকে গতকাল রাতেই তেজস্বী জানিয়েছিল, আজ সকালে ডেলিভারি হবে। আজ সকালে ৬:১৪ মিনিট নাগাদ আমাকে তেজস্বী এসএমএস করে ছেলে হওয়ার কথা জানায়। আমি ৬:১৬ মিনিটে আমি উত্তর দিই। সামনেই বিহারের নির্বাচন। সেই নির্বাচনের খুশির খবর এই ছেলের মাধ্যমেই নিয়ে এল। প্রত্যেকে খুব ভালো রয়েছে।”
তেজস্বী যাদবের বোন রোহিনী আচার্যও আন্দবার্তা ভাগ করে নেন। তিনি তেজস্বী এবং রাজশ্রী যাদবকে আবার বাবা-মা হওয়ার জন্য শুভেচ্ছা জানান। লালু-রাবড়িকে আবার ঠাকুর্দা, ঠাকুরমা হওয়ার জন্য অভিনন্দন জানান। সঙ্গে সঙ্গে বড় দিদি কাত্যায়নীকেও অভিনন্দন জানান পিসিমণি । লেখেন, “জুনিয়র টুটুর জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ।”
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর সঙ্গে রাজশ্রীর বিয়ে হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের পিতা হন তেজস্বী। এবার তাঁদের কোল আলো করে এল পুত্রসন্তান।