ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sukanta meets BSF jawan : “ভারতে হিন্দুদের সংখ্যালঘু করার চক্রান্তে সামিল তৃণমূল” বিস্ফোরক অভিযোগ সুকান্তর

Sukanta meets BSF jawan : “ভারতে হিন্দুদের সংখ্যালঘু করার চক্রান্তে সামিল তৃণমূল” বিস্ফোরক অভিযোগ সুকান্তর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “ভারতকে হিন্দু সংখ্যালঘু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে, আর সেই চক্রান্তে সামিল তৃণমূল” এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার রাজ্যে এসে তৃণমূলের তোষণ নীতি নিয়ে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। আজ সেই পথেই....

Sukanta meets BSF jawan : “ভারতে হিন্দুদের সংখ্যালঘু করার চক্রান্তে সামিল তৃণমূল” বিস্ফোরক অভিযোগ সুকান্তর

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • Sukanta meets BSF jawan : “ভারতে হিন্দুদের সংখ্যালঘু করার চক্রান্তে সামিল তৃণমূল” বিস্ফোরক অভিযোগ সুকান্তর

শোভন গায়েন। কলকাতা সারাদিন। “ভারতকে হিন্দু সংখ্যালঘু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে, আর সেই চক্রান্তে সামিল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

“ভারতকে হিন্দু সংখ্যালঘু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে, আর সেই চক্রান্তে সামিল তৃণমূল” এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার রাজ্যে এসে তৃণমূলের তোষণ নীতি নিয়ে আক্রমণ শানিয়েছিলেন অমিত শাহ। আজ সেই পথেই তৃণমূলের বিরুদ্ধে আরও বড় অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রবিবার রাজ্যে এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, হিন্দুদের সুরক্ষার জন্য মমতা সরকারকে সরিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গে‌ ক্ষমতায় আনতে হবে। তাঁর কথায়, বাংলার ভবিষ্যতের সঙ্গে পুরো দেশের সুরক্ষা জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলা সীমান্ত দিয়ে ঢোকার সুবিধা তৈরি করে রেখেছে, নিজেদের ভোট ব্যাঙ্কের স্বার্থে। মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় শাহর দাবি, এটা স্পন্সর্ড দাঙ্গা ছিল। হিন্দু বিরোধী এই হামলায় সরাসরি তৃণমূল সরকারের মন্ত্রী যুক্ত ছিল। ওয়াকফ বিলের বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষামোদের সমস্ত সীমা পার করেছে বলেও দাবি করেন শাহ।

সোমবার শাহর কথার রেশ টেনেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, ভারতকে হিন্দু সংখ্যালঘু করার চক্রান্ত চলছে, এবং সেই চক্রান্তে সামিল হয়েছে তৃণমূল। সুকান্ত মজুমদার বলেন, “পরিষ্কার ও সোজা কথা সোজা ভাবে বলাই ভালো। হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ ভারতবর্ষ থেকে হিন্দুদের সংখ্যা কমিয়ে তা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে পরিণত করার পরিকল্পনা চলছে, এবং এতে তৃণমূল কংগ্রেস সামিল রয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস এবং সিপিএম হাত ধরাধরি করে চলছে এই উদ্দেশ্যে। সিপিএম পেছন দিক থেকে হাত ধরলে, কংগ্রেস সামনের দিক দিয়ে হাত ধরছে। কারণ সিপিএম বরাবর ঘুরিয়ে নাক ধরতে পছন্দ করে।”

অন্যদিকে, পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্ত হয়ে নিজের বাড়িতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। আজ রিষড়াতে বিএসএফ জওয়ানের বাড়িতে যান সুকান্ত মজুমদার। বিএসএফ জওয়ানের সাথে দেখা করেন সুকান্ত।

এদিন পূর্নম কুমার সাউ বলেন, “নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংহ যখন সেনাতে থাকেন, আমাদের সেনাতে একটা গর্ব রয়েছে। ওনারা আছেন মানে আমরা কাজ করার আরও আগ্রহ পাই। ওনারা থাকেন জন্যই আমরা কোনো ভয় পাই না। আমরা দেশের জন্য লড়াই করতে গর্ববোধ করি।”

আজকের খবর