সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
জীবন বাঁচালো কলকাতা পুলিশ। সাউথ সিটি আবাসনে ঝাঁপ দেওয়া থেকে মহিলাকে বাঁচাল যাদবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পাঁচতলার ব্যালকনিতে মহিলার আচরণ দেখে অস্বাভাবিক মনে হয় আবাসনের নিরাপত্তারক্ষীদের। মহিলা ঝাঁপ দিতে পারে এমন মনে হয় তাদের। এরপর যাদবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মহিলাকে ঝাঁপ দেওয়া থেকে আটকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী বিদেশে থাকেন। মানসিকভাবে বিধ্বস্ত ওই মহিলা। তার জেরেই হয়তো তিনি ব্যালকনিতে গিয়ে কোনও ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।
সঙ্গে সঙ্গে স্থানীয় যাদবপুর থানায় খবর দেন এলাকার বাসিন্দারা। পুলিশ গিয়ে মহিলাকে ঝাঁপ দেওয়া থেকে আটকায়। কেন, কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার তদন্ত চলছে।