সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে বারে বারেই যেন ফিরে আসছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ফের কড়া বার্তা তৃণমূলের বিধানসভা শৃঙ্খলারক্ষা কমিটির। আগের শোকজ ও সতর্কবার্তা উপেক্ষিত হওয়ায় এবার হাতে ধরিয়ে দেওয়া হল কড়া ভাষায় লেখা চিঠি। দলীয় সূত্রের খবর, চিঠিতে স্পষ্ট লেখা—’লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং।’
গত কয়েকদিন ধরে হুমায়ুনের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। জনসমক্ষে ও সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে দল। একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে সম্প্রতি কাসেম সিদ্দিকীর তৃণমূলে যোগদানের পর হুমায়ুনের মন্তব্যে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে শাসকদল। পরিস্থিতি সামাল দিতেই নড়েচড়ে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।
শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে নিজের ঘরে ডেকে পাঠান কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বৈঠকেই তাঁর হাতে তুলে দেওয়া হয় চূড়ান্ত সতর্কবার্তার চিঠি। আগে শোকজ করে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল হুমায়ুনকে। তিনি হাজিরাও দেন। কিন্তু তার পরেও আচরণে পরিবর্তন না আসায় এবার কড়া পদক্ষেপ। তৃণমূল সূত্রে ইঙ্গিত, এবারও দলের নির্দেশ অমান্য হলে বিধায়ক পদ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে নেতৃত্ব।
তৃণমূলের অন্দরমহলের মতে, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরেই নানা মন্তব্যে দলকে অস্বস্তিতে ফেলেছেন। কখনও দলের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, তো কখনও দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রকাশ্যে। দল বারবার তাঁকে সতর্ক করেও কোনও লাভ হয়নি। এবার তাই চূড়ান্ত পদক্ষেপের পথে হাঁটছে ঘাসফুল শিবির।
রাজনৈতিক মহলের বক্তব্য, লোকসভা ভোটে দলের অবস্থান স্পষ্ট করতে এবং ভেতরের বিশৃঙ্খলা ঠেকাতেই এমন কড়া বার্তা দিল তৃণমূল। এখন দেখার, শেষ ওয়ার্নিংয়ের পরও হুমায়ুন কবির নিজের অবস্থানে অনড় থাকেন, নাকি নিজেকে শুধরে ফেরেন দলে। একদিকে দলবিরোধী মন্তব্য, অন্যদিকে শৃঙ্খলা লঙ্ঘন-এই দুইয়ে জর্জরিত বিধায়ক ভবিষ্যতে কী করেন, তার দিকেই এখন নজর গোটা রাজনৈতিক মহলের।