শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।
ভারতের অন্যতম সেরা বিক্রিত বাইকগুলির মধ্যে একটি Honda Shine। এই সিরিজের দুটি ভেরিয়েন্ট আছে। একটি Honda Shine 100 এবং Honda Shine 125। এই দুই বাইকই বিক্রির নিরিখে সবসময় এক থেকে ১০ এর মধ্যে থাকে। তবে বাজেট যদি কম থাকে তাহলে Honda Shine 100 সেরা অপশন হতে পারে।
এই বাইকটির এক্স শোরুম প্রাইস 66,900 টাকা।
Hero Splendor Plus-কে টক্কর দিতেই বাজারে Shine বাইকটিকে লঞ্চ করে Honda। এক নজরে জেনে নিন একেবারে সস্তার Honda Shine 100 (Cheapest Bike In India) এর সমস্ত খুঁটিনাটি তথ্য।
Cheapest Bike In India: ফুল ট্যাঙ্কে 585 km পর্যন্ত চলবে
ARAI এর রিপোর্ট অনুযায়ী, Honda Shine 100 বাইকটি এক লিটারে 55km পর্যন্ত মাইলেজ অফার (Cheapest Bike In India) করে। বাইকে ৯ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। যদি আপনি একবার ফুল ট্যাঙ্ক করিয়ে নেন তাহলে 55X9 = 585km মাইলেজ পর্যন্ত ছুটতে পারবেন। প্রত্যেকদিনের ব্যবহারের ক্ষেত্রে এই বাইক খুবই সাশ্রয়ী। বিশেষ করে এখন বহু মানুষ টুহুইলারের উপর ভিত্তি করেই জীবিকা চালান। সেক্ষেত্রে Honda Shine 100 সেরা অপশন হতে পারে বলে মনে করা হচ্ছে।
Cheapest Bike In India: ইঞ্জিন-ফিচার
Honda Shine 100 বাইককে 98.98 cc এর 4 স্ট্রোক, SI ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 7.28 bhp পাওয়ার এবং 8.05 Nm পর্যন্ত টর্ক জেনারেট (Cheapest Bike In India) করতে পারে। এই বাইকের ইঞ্জিন 4 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। দারুণ মাইলেজ পাওয়া যাবে। Hero Splendor Plus-এও এই ইঞ্জিন দেওয়া হয়েছে। যা এই পাওয়ার জেনারেট করতে পারে।
Honda Shine এর ডিজাইন একেবারে সাধারণ রাখা হয়েছে। আকর্ষণীয় গ্রাফিক্স দেওয়া হয়েছে। যা বাইকের লুককে কিছুটা হলেও বাড়িয়ে তুলেছে। সংস্থার দাবি, এটি একেবারেই ফ্যামেলি একটি বাইক। লম্বা সিট থেকে শুরু করে ওজন হালকা দেওয়া হয়েছে। মাত্র ১১২ কিলোগ্রাম। ফলে সবাই চালাতে পারবেন এই Honda Shine 100।
রাইডারের সুরক্ষায় বিশেষ নজর
Honda Shine 100 বাইকটির ডিজাইন সাধারন এবং দাম কম হলেও এতে একাধিক আপডেটেড ফিচার (Cheapest Bike In India) দেওয়া আছে। ফ্রন্ট এবং পিছনে ড্রাম ব্রেকের সুবিধা দেওয়া হয়েছে। যে কোনও রাস্তায় কন্ট্রোল ঠিক থাকবে এবং রাইডারকে সুরক্ষিত রাখবে। তবে Hero Splendor Plus-এর সঙ্গে টক্করে হোণ্ডার এই বাইক কিছুটা হলেও পিছিয়ে।