সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ক্রিসমাস। বড়দিন। বড়দিন মানেই চারদিকে সান্তা দাদুর গিফট বিলি আর কেক কাটার সমারোহ। সেই সঙ্গে শুধু মজা আর মজা।
ক্রিসমাস উপলক্ষে গোটা পৃথিবীর পাশাপাশি বাংলাতেও পার্ক স্ট্রিট থেকে শুরু করে বো ব্যারাক যেখানে সেজে উঠেছে ঝলমলে আলোর সাজে, এই সময়ে বাংলার বিভিন্ন স্কুলেও আয়োজন হচ্ছে ক্রিসমাস কার্নিভাল বা উইন্টার কার্নিভালের।
সোনারপুরের প্রথম সারির ইংরেজি মাধ্যম স্কুল জ্যোতি শিশু বিহারেও ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ আয়োজন করেছিল উইন্টার কার্নিভাল।
সোনারপুরের জ্যোতি শিশু বিহারে আয়োজিত এই উইন্টার কার্নিভালের উদ্বোধন করেন জ্যোতির্ময় পাবলিক স্কুলের কর্ণধার তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ পার্থ সারথী গাঙ্গুলী।
ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিশুদের অভিভাবকরাও নানা রকমের সুস্বাদু খাবারের স্টল দিয়েছিলেন স্কুলের মাঠেই।
তবে সব থেকে আকর্ষণীয় ছিল স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়েই আয়োজিত অভিনব ফ্যাশন শো।
আর এই অভিনব ফ্যাশন শো পরিচালনা করেন প্রিয়াঙ্কা চ্যাটার্জী।
ফ্যাশন শো তে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের হারিয়ে যাওয়া রূপকথার জগতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এক একটি শো-র থিম ঠিক করা হয়েছিল রূপকথার বিভিন্ন চরিত্রের সঙ্গে।
কোনোটির থিম ফ্রোজেন, কখনো আবার পরীর সাজে সেজে সিন্ডারেলা বা প্রিন্স চার্মিং।