ব্রেকিং
  • Home /
  • অটোমোবাইল /
  • Mahindra XUV 3XO : যাত্রীর গায়ে আঁচড় লাগবে না, মহিন্দ্রা এনেছে এই ৫ তারা সুরক্ষা রেটিংয়ের গাড়ি

Mahindra XUV 3XO : যাত্রীর গায়ে আঁচড় লাগবে না, মহিন্দ্রা এনেছে এই ৫ তারা সুরক্ষা রেটিংয়ের গাড়ি

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আগে গাড়ি নেওয়ার কথা উঠলেই বলা হত ‘কিতনি দেতি হ্যায়’। কেবল মাইলেজ (Car Mileage) ও ডিজাইনের (Car Design) ওপর ভরসা করে গাড়ি (Car) কিনত বেশিরভাগ দেশবাসী। যদিও এখন মানুষের চিন্তাধারা বদলেছে। যাত্রী সুরক্ষার (Safety Rating) দিকে....

Mahindra XUV 3XO : যাত্রীর গায়ে আঁচড় লাগবে না, মহিন্দ্রা এনেছে এই ৫ তারা সুরক্ষা রেটিংয়ের গাড়ি

  • Home /
  • অটোমোবাইল /
  • Mahindra XUV 3XO : যাত্রীর গায়ে আঁচড় লাগবে না, মহিন্দ্রা এনেছে এই ৫ তারা সুরক্ষা রেটিংয়ের গাড়ি

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন। আগে গাড়ি নেওয়ার কথা উঠলেই বলা হত ‘কিতনি দেতি হ্যায়’। কেবল মাইলেজ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌনক মন্ডল। কলকাতা সারাদিন।

আগে গাড়ি নেওয়ার কথা উঠলেই বলা হত ‘কিতনি দেতি হ্যায়’। কেবল মাইলেজ (Car Mileage) ও ডিজাইনের (Car Design) ওপর ভরসা করে গাড়ি (Car) কিনত বেশিরভাগ দেশবাসী। যদিও এখন মানুষের চিন্তাধারা বদলেছে। যাত্রী সুরক্ষার (Safety Rating) দিকে নজর দিচ্ছে কোম্পানিগুলি।

মহিন্দ্রার এই গাড়ি আপনার পরিবারের গায়ে আঁচড় পড়তে দেবে না।

কেন এই গাড়ির দিকে নজর যাচ্ছে ক্রেতাদের
মহিন্দ্রার এই গাড়ির নাম Mahindra 3XO । ফাইভ স্টার যাত্রী সুরক্ষা থাকার পাশাপাশি এই গাড়িতে পাবেন অনেক ফিচার। যা ক্রেতাদের আকৃষ্ট করছে। সবথেকে বড় বিষয়, মহিন্দ্রার এই গাড়ি সেগমেন্টে অন্য়দের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে।

কত টাকা থেকে দাম শুরু
মহিন্দ্রার এই গাড়ির দাম শুরু হচ্ছে ৭.৭৯ লক্ষ টাকা থেকে। এর টপ মডেলের দাম ১৫ লক্ষ ৪৯ হাজার টাকা। যা এর ভ্য়ারিয়েন্টের ওপর ভিত্তি করে রেখেছে কোম্পানি। এর সঙ্গে গাড়ির হেডল্য়াম্প, ভিতরের ডিজাইন, কেবিন ফিচার নির্ভর করে।

যাত্রী সুরক্ষায় কত পেয়েছে এই গাড়ি
শিশু ও প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় এই গাড়ি ৫ স্টার রেটিং পেয়েছে। India NCAP টেস্টে প্রাপ্তবয়স্কদের সুরক্ষায় ৩২ পয়েন্টের মধ্য়ে ২৯.৩৬ পয়েন্ট পেয়েছে এই গাড়ি। শিশু সুরক্ষায় এই গাড়ি ৪৯ পয়েন্টের মধ্যে ৪৩ পয়েন্ট পেয়েছে।

তিনটে ইঞ্জিন অপশনে পাওয়া যায় এই গাড়ি
মাহিন্দ্রা XUV 3XO বাজারে তিনটি ইঞ্জিন বিকল্পের সঙ্গে পাওয়া যায়। এই গাড়িতে রয়েছে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন ৮২ কিলোওয়াট শক্তি এবং ২০০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। পাশাপাশি এই গাড়িতে ১.২ লিটার TGDi পেট্রোল ইঞ্জিনের বিকল্পও রয়েছে, যা আপনাকে ৯৬ কিলোওয়াট শক্তি ও 230 নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই Mahindra গাড়িতেও রয়েছে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিন ৮৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক জেনারেট করে।

কী কী সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে
Mahindra XUV 3XO-তে আপনি ৬টি এয়ারব্যাগ, ABS, ESE এবং সিট বেল্ট রিমাইন্ডারের মতো অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য পাবেন। এটি লেভেল ২ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেম (ADAS) পায়। অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, অটো ইমার্জেন্সি ব্রেকিং, ফরওয়ার্ড কোলিশন ওয়ার্নিং-এর মতো ফিচারগুলি গাড়িতে পাওয়া যায়।

আজকের খবর