রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
প্রাপ্তবয়স্ক বিনোদনের জগতে পরিচিত মুখ কাইল পেজ (Kyle Page) আর নেই। অল্প বয়সেই এই খ্যাতনামী শিল্পীর প্রয়াণে হতবাক হয়েছে অনুরাগী মহল। জানা গিয়েছে, তাঁর মৃত্যু সম্প্রতি ঘটে এবং এ নিয়ে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুর কথাই জানিয়েছে সংশ্লিষ্ট মহল। তবে মৃত্যুর কারণ এখনও সরকারিভাবে নিশ্চিত নয়।
🎭 কাইল পেজের কর্মজীবন
কাইল পেজ নিজের পেশাগত জীবন শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক বিনোদন মাধ্যমে। কম সময়ের মধ্যেই তিনি বেশ কিছু জনপ্রিয় কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন।
সাহসী চরিত্র, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং পেশাদারিত্বের কারণে তিনি অল্পদিনেই একটি বড় নাম হয়ে ওঠেন এই ইন্ডাস্ট্রিতে।

অনেকেই তাঁর কাজের মধ্যে ‘body positivity’, ‘freedom of expression’ ও ‘personal choice’-এর প্রতিফলন খুঁজে পেতেন।

ক্যারিয়ারের পাশাপাশি কাইল সোশ্যাল মিডিয়াতেও ছিলেন সক্রিয়। বিভিন্ন সময়ে তিনি মানসিক স্বাস্থ্য, শিল্পীর অধিকার ও নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছিলেন।

🕊️ অনুরাগীদের প্রতিক্রিয়া
কাইলের মৃত্যু সংবাদ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা ও অনুরাগীরা তাঁর স্মৃতিতে শোকজ্ঞাপন ও শ্রদ্ধা জানান। অনেকেই তাঁর কাজ ও সংগ্রামের কথা তুলে ধরেছেন।