শোভন গায়েন। কলকাতা সারাদিন।
বছর ঘুরলেই বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্য রাজনীতিতে নতুন করে শাসক দল অর্থাৎ তৃণমূল বিরোধী ঝড় তোলার জন্যে হিন্দুত্ববাদী একের পর এক ধর্মীয় অনুষ্ঠানকে বেছে নেওয়ার ফর্মুলা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজনৈতিক আবহে এবার ধর্মীয় অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোদপুরের পানিহাটিতে আয়োজিত উল্টো রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনীতির বার্তা দিলেন তিনি।
এই দিনে শুধু ধর্মীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকেননি শুভেন্দু, তিনি সোজা পৌঁছে যান আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতার বাড়িতে। সেখানে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটান এবং তাদের পাশে থাকার বার্তা দেন।
শুভেন্দুর এই সফর ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা। অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সরাসরি তার পরিবারের সঙ্গে দেখা করে তিনি জানান, “ন্যায়বিচারের লড়াইয়ে আমি অভয়ার পরিবারের পাশে আছি।”

সোদপুরের রথযাত্রার মঞ্চ থেকেই বিরোধী দলনেতা রাজ্যবাসীর উদ্দেশে বড় বার্তা দেন। তিনি বলেন,“এই সরকার মানুষের কথা শোনে না। তাই ৯ আগস্ট আমরা ডাক দিচ্ছি নবান্ন অভিযান। আসুন, দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামুন।” অভয়ার পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, “অভয়ার মতো বহু মা-বোন আজ রাজ্যে নির্যাতিত। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে গণতন্ত্র দমন করা যাবে না।”