রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
হট অ্যান্ড বোল্ড অবতারে বারবার সকলের নজর কাড়েন দিশা পাটানি।
কখনও বিকিনি লুকে উষ্ণতার পারদ চড়ান তো কখনও আবার শাড়ি লুকেও লাস্যে মাখামাখি!
দিশা পাটানি নিঃসন্দেহে একজন বিউটি ক্যুইন। ছিপছিপে ফিগারে বিকিনি থেকে শাড়ি সবেতেই দশ গোল দেন বিউটি ক্যুইন দিশা পাটানি।
নতুন প্রজন্মের বলি নায়িকাদের মধ্যে তাঁর নাম প্রথমেই আসে প্রথম সারিতেই। তিনি দিশা পটানি। মেদহীন সুন্দর ছিপছিপে চেহারার সঙ্গে দারুণ উচ্চতা। দিশার সৌন্দর্যে বুঁদ দর্শক। কিছু দিন আগেও দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়ে বলিপাড়ায় চলত ব্যাপক চর্চা! তবে এ বার পোশাকের কারণে অনুরাগীদের মুখে দিশার নাম।
বিভিন্ন কায়দায় পোশাক পরে ইনস্টাগ্রামে প্রায়ই ছবি ও ভিডিয়ো শেয়ার করেন দিশা। সেই সব পোশাক নিয়ে চর্চাও চলে তুঙ্গে। সম্প্রতি দিশা এমন এক ভিডিয়ো শেয়ার করেছেন, যা দেখে ঘুম উড়েছে অনুরাগীদের।
সিনেমার জন্য যত না চর্চায় থাকেন তার থেকে বেশি হট অ্যান্ড বোল্ড লুকের জন্য লাইমলাইটে থাকেন দিশা।
বোল্ড ফ্যাশন সেন্সের জন্য লাইমলাইটে থাকেন দিশা পাটানি। বিকিনি বেব দিশার লেটেস্ট ফটোয় বুঁদ নেটপাড়া।
শুধু বিকিনিতেই উষ্ণতা ছড়ান না, শাড়িতেও বোল্ড আন্দাজে দশ গোল দেন দিশা। উন্মুক্ত পিঠে চোখ আটকেছে নেটনাগরিকদের।
বোল্ডনেসের জন্য অনেক সময়ই বিতর্কে জড়ান দিশা পাটানি। আম্বানিদের গণেশ পুজোয় একবার পাতলা ফিনফিনে শাড়ি পরে ট্রোলড হয়েছিলেন।
শাড়ির ফাঁকে উন্মুক্ত কোমর আর খোলা পিঠের কারণেই কটাক্ষের শিকার হয়েছিলেন।

এবারেও অফ শোল্ডার সাদা বডি হাগিং ড্রেসে নিজের সুঠাম চেহারা এবং প্রায় উন্মুক্ত বক্ষদেশ দেখিয়ে নতুন ফটোশুট এবং ভিডিও প্রকাশ করতেই রীতিমতো যেন ক্ষেপে উঠেছেন নেট পাড়া।

ভিডিয়োটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। কেউ লেখেছেন, ‘‘পর্ন অভিনেত্রীর মতো লাগছে আপনাকে।’’

কেউ আবার লিখেছেন, ‘‘হঠাৎ কী হল আপনার? ‘এম এস ধোনি’-তে এত ভাল অভিনয় করেছেন, তবে এখন আর তেমন অভিনয় করেন না। এই পথে হাঁটতে শুরু করলেন কেন?’’ নিন্দুকদের কথায় কান দিতে নারাজ দিশা।
