সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফের উলটপুরাণ! দীর্ঘ নীরবতার পর ফের প্রশাসনিক দায়িত্বে ফিরলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterjee)। রাজ্য সরকার তাঁকে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ (NKDA)-র নতুন চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। বুধবার সরকারি নির্দেশিকা জারি হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল জল্পনা—এ কি তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর পুরনো সৈনিকের ঘরে ফেরা?
এতদিন পর্যন্ত হিডকোর চেয়ারম্যানই এনকেডিএর দায়িত্ব সামলাতেন। কিন্তু এবার প্রথমবার আলাদা চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিল সরকার। বর্তমান হিডকো চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। নিউ টাউনের দ্রুত বিকাশ, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা মাথায় রেখেই আলাদা চেয়ারম্যান পদে অভিজ্ঞ মুখ শোভন চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে।
নিউ টাউন এখন কেবল একটি আবাসিক এলাকা নয়—রাজ্যের আইটি সেক্টর (IT Sector), ফিনটেক হাব (Fintech Hub), এমনকি ভবিষ্যতের হাই কোর্ট (Calcutta High Court) ভবন পর্যন্ত উঠে আসছে এখানেই। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই অঞ্চলে। ফলে উন্নত পরিষেবা, আধুনিক পরিকাঠামো এবং প্রশাসনিক তৎপরতা এখন সময়ের দাবি ছিল। আর সেই কারণেই রাজ্যের পক্ষ থেকে অভিজ্ঞ প্রশাসক শোভন চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হল এই গুরুত্বপূর্ণ দায়িত্ব।

রাজনীতির মঞ্চে নতুন মোড়
মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই আলোচিত। একসময় ছিলেন মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ, কিন্তু ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে দূরত্ব বাড়ান শোভন। যদিও বেশিদিন সেই দলে টেকেননি। মমতা-শোভনের সম্পর্কের বরফ গলতে শুরু করে গত বছর থেকেই। ভাইফোঁটায় ‘দিদি’-র কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে যান তিনি, সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি দার্জিলিং সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ে দেখা করেন শোভন। বৈঠকের বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। আর সেই বৈঠকের মাত্র দু’দিন পরেই আসে এই বড় ঘোষণা—এনকেডিএ-র নতুন চেয়ারম্যান হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়!
নিয়োগের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভন বলেন, “মুখ্যমন্ত্রী যদি কোনও দায়িত্ব দেন, আমি সেটি সম্পূর্ণ সিনসিয়ারিটি দিয়ে পালন করব। এই নিউ টাউন আমার চোখের সামনে গড়ে উঠেছে। দীর্ঘ ৪০ বছরের জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই শহরকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে চাই।”
দলে ফেরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,
“এই বিষয়ে কোনও মন্তব্য করছি না। আমি এখন শুধুমাত্র আমার প্রশাসনিক দায়িত্ব পালনে মনোযোগী।”
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নিয়োগ শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে। Mamata Banerjee নিজের পুরনো সৈনিককে ফের প্রশাসনিক আঙিনায় ফিরিয়ে এনে তৃণমূলের বার্তা দিচ্ছেন—“দিদির ছত্রছায়া থেকে কেউই চিরতরে দূরে নয়।”
নিউ টাউনের উন্নয়নে শোভনের নতুন ভূমিকা ঘিরে এখন প্রত্যাশা তুঙ্গে। প্রশাসনিক অভিজ্ঞতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার মিশেলে Newtown Kolkata Development Authority (NKDA)-র ভবিষ্যৎ পথচলা যে নতুন দিশা পেতে চলেছে, তা বলাই যায়।