১৯৩৪ সালে অবিভক্ত মেদিনীপুর জেলায় বিপ্লবীরা মেদিনীপুর শহরের কর্নেলগোলা এলাকায় যে দূর্গা পুজো শুরু করেছিলেন এবছর সেই দূর্গা পুজো ৯১ বছরে পা দিল। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে তরুণ যুবকদের ঐক্যবদ্ধ করতে এই দূর্গা পুজো শুরু করেছিলেন বিপ্লবী বিমল দাশগুপ্ত , অক্ষয় পতি , অতুল বসু সহ আরো অনেকে।
রবিবার মেদিনীপুর শহরের কর্নেলগোলা এলাকায় দূর্গা পুজো মণ্ডপের সামনে সেই দূর্গা পুজোর স্মরণিকা প্রকাশ করা হয়। এবারে এই দূর্গা পুজো উৎসর্গ করা হয়েছে ভারতবর্ষের প্রথম মহিলা বিপ্লবী জঙ্গল মহলের কর্ণগড়ের রানী শিরোমনি ও বিরসা মুন্ডা কে ।
ব্রিটিশ পুলিশের হাতে তাঁর গ্রেপ্তারের ২২৫ বছর পূর্তি , বীর যোদ্ধা বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম শতবর্ষ , কলকাতার ফোর্ট উইলিয়মে শুরু হওয়া (১৭৭৪ সালে ) সুপ্রিম কোর্টের ২৫০ বছর কে স্মরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় স্মরণীকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর্গা পুজো কমিটির সম্পাদক তীর্থঙ্কর ভকত , কাউন্সিলর সৌরভ বসু সহ বহু বিশিষ্ট মানুষ জন।