সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
৩০ তম আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়ে গেল বুধবার। আলিপুরের ধনধান্য সভাগৃহে তার জন্য বসেছিল চাঁদের হাট। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যদিকে দেবকে নিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল ২৬ দিন লাগাতার অনশনের প্রসঙ্গ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, গৌতম ঘোষ, দেব, যীশু সেনগুপ্ত, জুন মালিয়া থেকে শুরু করে চিরঞ্জিত, শতাব্দী রায়, পাওলি দাম, সৃজিত মুখোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দুলাল দে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। এছাড়া ছিলেন টেলিভিশনের একাধিক কলাকুশলীরা। অন্যদিকে, ফ্রান্স, আর্জেন্টিনার মতো দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনু্ষ্ঠানে।
তাঁদের সামনে বাংলার সংস্কৃতি এবং কাজের সুযোগ কতটা তা তুলে ধরে বলেন, হলিউড এবং টলিউড একসঙ্গে কাজ করুক। বিদেশের মাটিতে বাংলার শিল্প যাতে ধরা পড়ে সেই আবেদনও রাখেন। এদিন ৩০তম আন্তজাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহার মতো ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানো হয়। আর তা তুলে ধরতে গিয়ে সিঙ্গুর আন্দোলনের সময় তপন সিনহা কীভাবে উৎসাহ দিয়েছিলেন তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, ২৬ দিনের অনশনের সময়ে তপন সিনহা একটি চিঠি দিয়েছিলেন। সেই সময় কোনও আলাপ ছিল না। আমার আন্দোলনকে অভিনন্দন জানিয়েই সেই চিঠি দিয়েছিলেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি এখনও সযত্নে রাখা আছে। আর সেই সূত্র ধরেই তপন সিনহাকে চেনা বলেও এদিন মন্তব্য করেন। একই সঙ্গে অমিতাভ বচ্চনের না আসা নিয়েও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার তিনি আসতে পারেননি। শাহেনশার শরীর ভালো নেই। এর আগে ফিল্ম ফেস্টিভ্যালে বিগ বি এসেছিলেন। অসুস্থ থাকার জন্য এবার তিনি উপস্থিত থাকতে পারলেন না বলে এদিন জানান প্রশাসনিক প্রধান। তবে বলিউডের শিল্পীদের তিনি মিস করেছেন বলে জানান। অভিনেতা তথা সাংসদ শক্রঘ্ন সিনহা চলচ্চিত্র উৎসবে থাকার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
খেলার দুনিয়ার থেকে সৌরভই ছিলেন এদিন। ‘বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ সৌরভ এদিন তাঁর সংক্ষিপ ভাষণে বারবার মমতার প্রশংসা করেছেন। বক্তব্য়ের শুরুতে মহারাজ বলেন, সম্মানীয় মুখ্য়মন্ত্রীকে আমার হৃদয় থেকে ধন্য়বাদ জানাই। প্রতিবার আমাকে ছুঁয়ে যায় তাঁর এবং মঞ্চের সকলের উষ্ণতা। এটা আমার তৃতীয় সিজন, এই নিয়ে তৃতীয়বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলাম।’ এরপর সৌরভ তাঁর ভাষণ শেষের আগে বললেন, ‘মমতাদিদিকে আমার অনেক স্নেহ এবং ভালবাসা। কারণ তিনি মঞ্চের উপবিষ্ট সকলের আলাদা করে যত্ন নেন, তাঁরা কে কোথায় বসে আছেন! তাঁদের ঠিক মতো সংবর্ধনা দেওয়া হল কিনা! এটাই বুঝিয়ে দেয় যে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতি মমতাদিদি কী ভীষণ ভাবে জুড়ে রয়েছেন।’ সৌরভ-শত্রুঘ্নকে এদিন সংবর্ধনা জানিয়েছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবারের থিম কান্ট্রি ফ্রান্স। ২১ টি ছবি দেখানো হবে সে দেশের। তবে দেশ-বিদেশের ছবি দেখানোর পাশাপাশি বাংলা সিনেমা যাতে বেশি করে দেখানো হয় সেই আবেদন জানান প্রশাসনিক প্রধান। সেই মতো একাধিক বাংলা সিনেমা দেখানো হবে বলে জানা গিয়েছে। তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয়েছে।