সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সোমবার নবান্নে সাক্ষাৎ করলেন বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। হামিদুল্লার সঙ্গে ছিলেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ আসরাফুল শিকদার। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও উপস্থিত ছিলেন সাক্ষাতের সময়ে।
কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস জানিয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। উপ দূতাবাস আরও জানিয়েছে, অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা প্রেরণ করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান। বাংলাদেশের কূটনীতিকেরা উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন বাংলাদেশের মিষ্টি এবং শাড়ি।
রিয়াজ হামিদুল্লাহ সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এটি ছিল ভারতের কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ।
নবান্নে বৈঠকের সময়ে বাংলার মুখ্যমন্ত্রী দুই বাংলার মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার সকালে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনেও যান হামিদুল্লা। সেখানে বাংলাদেশি কূটনীতিকদের সঙ্গে ঘণ্টা দুয়েক বৈঠক করেন তিনি। তার পরে পূর্বনির্ধারিত সূচি অনুসারে বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তিনি।