প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
পেসার মহম্মদ শামি (Mohammed Shami) সঞ্জয় মঞ্জরেকরের (Sanjay Manjrekar) আইপিএল নিলামের ভবিষ্যদ্বাণী মন্তব্যের জন্য পাল্টা আক্রমণ করেছেন। শামি ইনস্টাগ্রামে মঞ্জরেকারকে কটাক্ষ করেছেন।
সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ সালের মেগা নিলামের আগে মঞ্জরেকর বলেন এই পেসারের নিলামের দাম এবার অনেক কমে যাবে।
এই মন্তব্য ভাইরাল হতেই আজ, ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন শামি। তিনি সেখানে লিখেছেন যে মঞ্জরেকরের উচিত নিজের জ্ঞান নিজের কাছে রাখা এবং ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা।
শামি লিখেছেন, ‘বাবা কি জয় হোওওও..থোড়া সা জ্ঞান আপনে ফিউচার কে লিয়ে ভি বাচা লো কাম আয়েগা সঞ্জয় জি? কিসি কো ফিউচার জান্না হো তো স্যার সে মিলে’।
প্রসঙ্গত, শামি ২০২৩ সালে তার শেষ আইপিএলে পার্পল ক্যাপ বিজয়ী ছিলেন, যেখানে তিনি ১৭ ইনিংসে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন।