সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বাড়ছে শিয়ালদহ সল্টলেক মেট্রোর সংখ্যা। মেট্রো রেলওয়ে কলকাতা তাদের টুইটারে ঘোষণা করেছে যে, ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের সেক্টর V থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবা সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এই সময়ের মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। তবে, সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর V এর শেষ ট্রেন রাত ৯:৪৫টায় ছাড়বে। যাত্রীদের এই সময়সূচী অনুযায়ী যাত্রা পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
কলকাতা মেট্রো রেলওয়ে তাদের অফিসিয়াল টুইটারে ঘোষণা করেছে যে, পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের পরিষেবা ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী পরিচালিত হবে। সেক্টর V থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।
এই সময়ের মধ্যে প্রতি ১৫ মিনিট অন্তর একটি ট্রেন চলবে, যা যাত্রীদের আরও সুবিধাজনক যাত্রার সুযোগ দেবে। তবে, সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর V-তে ফেরার শেষ ট্রেন রাত ৯:৪৫টায় ছাড়বে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন এই নতুন সময়সূচী অনুযায়ী তাদের যাত্রার পরিকল্পনা করেন, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন। কলকাতা মেট্রোর এই নতুন সময়সূচী শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ করে দেবে।