রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বদলে যাচ্ছে ভালোবাসার সংজ্ঞা! বদলে যাচ্ছে ভালোবাসার ভাষা। বদলে যাচ্ছে প্রেম নিবেদনের পদ্ধতি। বদলে যাচ্ছে প্রেমিক প্রেমিকাদের উপহারের পছন্দ।
অন্তত ২০২৫ সালের ভ্যালেন্টাইন ডে যে সমস্ত নতুন রেকর্ড তৈরি হল তা থেকে প্রেমের ভাষা বদলানোর কথা বলাই যায়। এবারে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেশ জুড়ে গোলাপ ফুলের থেকে প্রায় দ্বিগুণ বিক্রি হলো বিভিন্ন স্বাদ ও রঙের কন্ডোম।
বেশ কয়েক বছর ধরেই ভ্যালেন্টাইন ডে এলে বাজারে চাহিদা বেড়ে যেত চকলেট এবং লাল গোলাপের। যে লাল গোলাপ বছরের অন্য সময় দু টাকা বা ৫ টাকায় পাওয়া যায় ভ্যালেন্টাইন ডে-র কয়েকদিন আগে থেকেই ঝিমিয়ে পড়া লাল গোলাপের দামও পৌঁছে যায় ৫০ টাকা থেকে ১০০ টাকায়। সেই সঙ্গে প্রেমিক-প্রেমিকাকে পারস্পরিক ভালোবাসার উপহার হিসেবে দেওয়ার জন্য বিক্রি হয় প্রচুর শোপিস ঘড়ি অথবা জাঙ্ক জুয়েলারি।
কিন্তু এবারে যেন বদলে গিয়েছে যাবতীয় ট্রেন্ড। পরিসংখ্যান বলছে এবারে কলকাতা সহ দেশের প্রত্যেকটি মেট্রো শহরে যে পরিমাণ গোলাপ ফুল বিক্রি হয়েছে তার প্রায় তিনগুণ সংখ্যায় বিক্রি হয়েছে কন্ডোমের প্যাকেট। তাও আবার নানা স্বাদ এবং গন্ধের।
এবছর ভ্যালেন্টাইন ডে-তে সব থেকে বেশি বিক্রি হয়েছে চকলেট ফ্লেভার এবং বিরিয়ানি ফ্লেভার কনডম। তা ঠিক পরেই রয়েছে বরাবরের হট ফেভারিট স্ট্রবেরি ফ্লেভারড কন্ডম।
ক্রেতাদের আকর্ষণ করার জন্য অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি কনডমের উপর বিশাল ছাড় দিয়েছে। কিছু সাইট ২০% পর্যন্ত ছাড় দিয়েছে, এবং কিছু জায়গায় ছাড় ৫৫% পর্যন্ত পৌঁছেছে! উদাহরণস্বরূপ, একটি জনপ্রিয় গ্রোসারি ডেলিভারি সাইট প্রতি পিস মাত্র আট টাকায় কনডম অফার করেছে, যার ফলে ডিলগুলি উপভোগ করতে আগ্রহী গ্রাহকদের ভিড় দেখা দিয়েছে।
বলা বাহুল্য, ঐতিহ্যবাদী ভ্যালেন্টাইন্স ডেকে ভ্রুকুটি করলেও, এটি তরুণ প্রজন্মের কাছে গুরুতর জনপ্রিয়তা অর্জন করেছে। অনলাইন প্ল্যাটফর্মগুলি এই উপলক্ষ্যে কীভাবে খাপ খাইয়ে নিয়েছে তা থেকে এটি স্পষ্ট। উদাহরণস্বরূপ, একটি অনলাইন সাইট রাতারাতি তার থিমটি ভ্যালেন্টাইন্স মোডে পরিবর্তন করেছে। গোলাপ এবং চকলেট ছাড়াও, বিভিন্ন স্বাদ এবং দামের কনডম বিক্রি হয়েছে।

এর মধ্যে কিছু স্বাভাবিকের তুলনায় অনেক সস্তায় বিক্রি হয়েছিল। উদাহরণস্বরূপ, ১০টি ভ্যানিলা-স্বাদযুক্ত কনডম মাত্র ৮০ টাকায় বিক্রি হয়েছিল এবং স্ট্রবেরি-স্বাদযুক্ত কনডমগুলি মাত্র ৯ টাকায় বিক্রি হয়েছিল।