সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বছর দশেকের একটি পুরনো গণপিটুনির মামলায় গ্রেফতার পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর। ধৃত কাউন্সিলরের নাম তারক গুহ। তিনি পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ দিন ব্যারাকপুর আদালত চত্বরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল কাউন্সিলরের ভাই নেপাল গুহ সহ মোট পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটি পুরসভা এলাকায় শম্ভু চক্রবর্তী নামে একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। সেই গণপিটুনির ঘটনায় অভিযুক্ত ছিলেন তারক গুহ এবং তাঁর ভাই সহ আরও বেশ কয়েকজন। পরবর্তী সময়ে তারক গুহ পানিহাটি পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন।
এ দিন সেই মামলা ফের ব্যারাকপুর আদালতে ওঠে। এতদিন জামিনে মুক্ত ছিলেন তারক গুহ। এ দিন ফের তিনি ও তাঁর ভাই আদালতে হাজিরা দেন। তখনই ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও জায়রা আদালতের অয়নকুমার বন্দোপাধ্যায় তারক গুহ, নেপাল গুহ সহ পাঁচ জনকে দোষী সাব্যস্ত করেন। এর পরই পুলিশ তারকবাবু এবং তাঁর ভাইকে গ্রেফতার করে পুলিশ।
আদালত সূত্রে খবর, এই মামলায় মোট দশ জন অভিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন কে দোষী সাব্যস্ত করেন বিচারক। তিন জনকে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়েছে। দু জন অভিযুক্ত এখনও পলাতক। আগামী মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।