শোভন গায়েন। কলকাতা সারাদিন।
ভারতীয় রেলের নিয়োগেও এবার বেনিয়মের অভিযোগ। বাতিল হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। রেলের গ্রুপ সি পদের জন্য নিয়োগ শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। বুধবার সব জোনের জেনারেল ম্যানেজার একটি সার্কুলার জারি করেছে। সেখানে এই বেনিয়মের কথা বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ‘সম্প্রতি নিয়োগের ক্ষেত্রে একাধিক বেনিয়ম দেখা গিয়েছে। সেই কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ মার্চ পর্যন্ত যে নিয়োগ অনুমোদিত হয়নি, সেগুলো আপাতত বাতিল থাকছে।’ রেলের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব নিয়োগ বাতিল থাকছে। পরবর্তী প্রক্রিয়া কী হবে, তা জানানো হবে।
এদিকে, সম্প্রতি পদোন্নতির প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ করেছে রেল। কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে। একদিন আগেই রেলের ২৬ জন অফিসারকে বেনিয়মের অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রেলের তরফে।

প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে উত্ত প্রদেশের মুঘলসরাইয়ের ২৬ জন অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চলাকালীন ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রেলে পদোন্নতির পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে। এরপরই কম্পিউটারে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।