মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন বাংলার বহু প্রতীক্ষিত দুটি প্রজেক্ট :
১৪ই এপ্রিল বাংলা নববর্ষের আগেরদিন উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াক। এই স্কাইওয়াক দিয়ে পৌঁছে যেতে পারবেন রাস্তা থেকে একদম মন্দিরের গেট অব্দি।

৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে উদ্বোধন হবে দীঘা জগন্নাথ ধাম।

২০ একর জমির ওপর ২৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই বিশাল মন্দির যা আগামীদিনে হয়ে উঠবে সারা দেশের পুণ্যার্থীদের গন্তব্যস্থল।
দুটিরই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।