প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
আরজি চিকিৎসক পড়ুয়ার মৃ্ত্যু নারী নিরাপত্তার বিষয়টিকে নাড়িয়ে দিয়েছে ৷ যেকোনও জায়গায় কতটা নিরাপদ নারীরা সেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ ইতিমধ্যে কয়েকটি রাজ্য সরকারি ভাবে নারী নিরাপত্তার সম্পর্কিত অ্যাপ এনেছে ৷ সেগুলি মোবাইলে ইনস্টল করার পাশপাশি কয়েকটি গ্যাজেট যা খোলা বাজার খুবই সহজলভ্য সেগুলিও রাখতে পারেন ৷ নিশ্চয় ভাবছেন মহিলাদের নিরাপত্তা দেবে সে আবার কিরকম গ্যাজেট ৷ অনেক দামিও হতে পারে ৷ একদমই নয়! চলুন তবে এবার জেনে নিন কী কী গ্যাজেট রাখবেন ও সেগুলি বিপদে কীভাবে ব্যবহার করবেন ৷
Stealodeal Key Chain: এই কী চেন বিপদের সময় মহিলাদের জন্য দরকারী। এতে টর্চ, স্ক্রু ড্রাইভার, ছুরি, বোতল ওপেনার ইত্যাদি বিভিন্ন সরঞ্জাম রয়েছে। তাই প্রয়োজন মতো ব্য়বহার করে নিজেদের রক্ষা করতে পারবেন । এর ওজন খুবই হালকা। বাইরে যাওয়ার সময় সহজেই ব্যগের মধ্যে রাখা যায়।
Finger Tip Rings: হঠাৎ বিপদ দেখা দিলে আপনি কী করবেন তা জানেন না। বিপদে মাথা ঠান্ডা রাখাই সব থেকে বড় বিষয় ৷ তা না-হলে সবকিছু থাকলেও সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারেবন না ৷ আজকাল অনেকেই ‘ফিঙ্গার টিপ রিং’ কাছে রাখেন ৷ এটা ব্যবহারও সহজ ৷ বিপদের সময়ে সহজ হয় ৷ আঙুলের নখে এই আংটি পরা যায় ৷ আক্রমণকারী কিছু বুঝে ওঠার আগেই তাকে আক্রমণ করা সহজ সহ ৷ নিমেষের মধ্যে পাল্টা আক্রমণ করতে পারেন।
Alarm Keychain:প্রথমেই উল্লেখ করা ভালো ‘অ্যালার্ম কী চেন’ এর কথা ৷ যাঁরা একা রাস্তায় বেরন তাঁদের জন্য এটি খুবই জরুরি ৷ কোনও বিপদ ঘটলে এই কী চেনের উপরের চাবিটি টেনে সামনের বোতামটি দু’বার চাপলেই জোরে অ্যালার্ম বেজে উঠবে। তারপর আপনি সাহায্যের জন্য জিজ্ঞাসা একটি বার্তা পাবেন ৷ সেই সময় আশেপাশে কেউ না থাকলে, আপনি যদি কীচেনের পাশের বোতামটি চাপে ধরেন, সামনের দিকে একটি এলইডি জ্বলে উঠবে। এইভাবে আপনার আশেপাশের লোকেরা জানতে পারব যে আপনার সাহায্য দরকার। অ্যালার্মটি বন্ধ করতে আপনাকে আবার কী চেনের সামনের বোতামটি টিপতে হবে।