সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
বাংলায় ব্যবসা বিস্তারে উদ্যোগী পিভিসি পাইপ প্রস্তুতকারী সংস্থা আশীর্বাদ পাইপস প্রাইভেট লিমিটেড। দুর্গাপুরে তাদের কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে চলতি অর্থবছরে ৭৮ কোটি টাকা বিনিয়োগ করছে সংস্থাটি। ইতিমধ্যেই সম্প্রসারণের কাজ এবং বিনিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে সোমবার এই সময়কে জানান আশীর্বাদের ডিভিশনাল সিইও (ভারত) পার্থ সারথি বসু।
তিনি বলেন, ‘২০২২ সালে ৯২ কোটি টাকা ব্যয়ে দুর্গাপুরে কারখানা তৈরি করা হয়। সি-পিভিসি পাইপ তৈরির জন্য নতুন লাইন বসানোর কাজ চলছে। যার জন্য অতিরিক্ত ৭৮ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।’ দুর্গাপুর কারখানায় বার্ষিক ৩০০ মিলিয়ন টন পাইপ উৎপাদিত হয় বলে তিনি জানান।
এর পাশাপাশি তাদের তৈরি পণ্যের বণ্টন ব্যবস্থা জোরদার করতে হুগলির ডানকুনিতে একটি ডিস্ট্রিবিউশন সেন্টার খোলার পরিকল্পনা নিয়েছে আশীর্বাদ। ৪ লক্ষ বর্গফুটের এই সেন্টার নতুন কর্মসংস্থান করবে বলেই বসুর দাবি। এ ছাড়া ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাদের। বর্তমানে পূর্ব ভারতে ২৪০ ডিস্ট্রিবিউটর রয়েছে আশীর্বাদের। পশ্চিমবঙ্গে এই সংখ্যা ৬২-টি। চলতি অর্থবছর এবং ২০২৫-২৬ অর্থবছরের শেষে এ রাজ্যে যথাক্রমে ২০-টি এবং ২৫-টি নতুন ডিস্ট্রিবিউটর যোগ করবে আশীর্বাদ পাইপস।
বসু বলেন, ‘ভালো প্লাম্বারের বিপুল চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের লক্ষ্যে এবং স্বনির্ভর হওয়ায় সাহায্য করতে দুর্গাপুরে একটি প্লাম্বিং স্কুল খুলতে চাই আমরা। যেখানে সম্পূর্ণ নিখরচায় সার্বিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ওই স্কুলে মহিলাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।’ বর্তমানে বেঙ্গালুরু এবং রাজস্থানের ভিভাডি-তে সংস্থার দু’টি প্লাম্বিং স্কুল রয়েছে।
উন্নত মানের পিভিসি পাইপ তৈরি, জল নিষ্কাশন ব্যবস্থা সমেত একাধিক বিষয় নিয়ে গবেষণার জন্য সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মউ সই করেছে আশীর্বাদ।