সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ভারতের স্টার্টআপ জগতের অন্যতম উজ্জ্বল নাম দীপিন্দর গোয়েল, যিনি জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato-র সহ-প্রতিষ্ঠাতা। খাবার পৌঁছে দেওয়ার পর এবার তাঁর লক্ষ্য মানুষকে বাড়ি পৌঁছে দেওয়া, তাও আকাশপথে!
তাঁর নতুন উদ্যোগ LAT Aerospace নিয়ে এসেছে এক সাহসী ও অভিনব পরিকল্পনা—বাসের মতো আকারের প্লেন চালু করে আঞ্চলিক বিমান পরিষেবার বিপ্লব ঘটানো।
LAT Aerospace: আকাশে বাসের মতো বিমান!
এই উদ্যোগের মূল ভাবনা—“বাস যদি আকাশে উড়তে পারে, তাহলে কী হয়?” এই প্রশ্নকে বাস্তবে রূপ দিতেই দীপিন্দর ও তাঁর টিম পরিকল্পনা করছেন ১২ থেকে ২৪ সিটের ছোট আকারের বিমান, যা বাসের মতো সাইজের হলেও চলবে আকাশপথে।
এই প্রকল্পের আরেক সহ-প্রতিষ্ঠাতা এবং Zomato-র প্রাক্তন COO সুরভি দাস সম্প্রতি লিঙ্কডইনে একটি পোস্টে এই ধারণা তুলে ধরেন। তিনি জানান, LAT Aerospace এমন উন্নত প্রযুক্তির ছোট বিমান তৈরি করছে যা ভারতের ছোট শহর ও মফস্বল এলাকাগুলিকে বিমানের ম্যাপে সংযুক্ত করবে।
আঞ্চলিক বিমানের ভবিষ্যত
সংবাদ সংস্থা PTI জানিয়েছে, ভারতের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে দীপিন্দরের এই উদ্যোগ ইতিহাস সৃষ্টি করতে পারে, বিশেষ করে আঞ্চলিক বিমান পরিষেবার ক্ষেত্রে। এখনো এই খাত প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু LAT Aerospace-এর মতো উদ্যোগ সেই শূন্যস্থান পূরণ করতে পারে।

এই ছোট বিমানে যাত্রী পরিবহণ হবে কম খরচে এবং স্বল্প দূরত্বে, ঠিক যেমনভাবে বাসে যাতায়াত করা হয়। ফলে সাধারণ যাত্রীও সহজে এই পরিষেবা নিতে পারবেন। এটি দেশের অভ্যন্তরীণ কানেক্টিভিটির নতুন দিগন্ত খুলে দিতে পারে।
প্রযুক্তি ও ভিশনের মেলবন্ধন
সুরভি দাস বলেন, “আমরা ভ্রমণের সংজ্ঞাই বদলে দিতে চাই। ১২–২৪ সিটের এই বিমানগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অপারেশন খরচ কম হয়, ও যাত্রীদের জন্য এটি সহজ ও দ্রুত বিকল্প হয়ে ওঠে।” {Zomato cofounder flying bus}
এই Flying Bus কনসেপ্টে ব্যবহৃত হবে অত্যাধুনিক প্রযুক্তি, যার ফলে এটি হবে এনার্জি-এফিশিয়েন্ট, কম আওয়াজযুক্ত এবং পরিবেশবান্ধব। Zomato-র অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা LAT Aerospace-এর সাফল্যে বড় ভূমিকা রাখতে পারে। Dipinder Goyal LAT Aerospace
আকাশে নতুন সম্ভাবনা
দীপিন্দর গোয়েলের LAT Aerospace ভারতের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনতে চলেছে। যখন অন্যান্য সংস্থা শুধুমাত্র বড় শহরের সংযোগেই সীমাবদ্ধ, তখন LAT Aerospace চাইছে ছোট শহর, গ্রাম ও মফস্বল শহরগুলিকেও আকাশপথে যুক্ত করতে।
বাসের মতো বিমানে যাত্রা—এই স্বপ্ন এখন আর শুধু কল্পনা নয়। দীপিন্দর ও তাঁর টিম সেটাকেই বাস্তব করে তুলতে চলেছেন।