হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য। বাংলার সরকার ও একটি কোম্পানী যৌথ ভাবে ৩০০০ হেরিটেজ হলুদ ক্যাব আনতে চলেছে। কিন্তু এই হলুদ ক্যাবের পারমিট কারা পাবে? আগে গতিধারা প্রকল্পের সুবিধা নিয়েছিল বিহার-ইউপি-ঝাড়খন্ডের অনেকে, বঞ্চিত হয়েছিল বাংলার বাঙালি। তাই বাংলা পক্ষর স্পষ্ট দাবি, এই ৩০০০ হলুদ ক্যাবের পারমিট শুধুমাত্র বাংলার ভূমিপুত্রদের দিতে হবে।
আজ কলকাতায় পরিবহন ভবনের সামনে কর্মসূচী করল বাংলা পক্ষ। পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহনের সাথে দীর্ঘ আলোচনা করে বাংলা পক্ষর দুই প্রতিনিধি কৌশিক মাইতি ও অরিন্দম চ্যাটার্জী এবং স্মারকলিপি জমা দেওয়া হয়।
দাবি গুলো হল-
১) আবেদনকারী এই রাজ্যের ডোমেসাইল কিনা তার তথ্য পরীক্ষা করার দাবি জানাচ্ছি। এক্ষেত্রে চালকের বিদ্যালয়ের শংসাপত্র, মাধ্যমিকের শংসাপত্র, জন্মের শংসাপত্র, তার এবং পিতামাতার ভোটার কার্ড সহ প্রয়োজনীয় প্রমাণপত্র পরীক্ষা করার আবেদন করছি।
২) চালক বাংলা ভাষায় লেখা পথ নির্দেশ পড়তে পারে কিনা সেই পরীক্ষা নেওয়া হোক।
৩) চালক যাত্রীদের সাথে বাংলা ভাষায় কথাবার্তা বলতে পারে কিনা তার পরীক্ষা নেবার আবেদন করছি।
৪) পারমিট দেওয়ার ক্ষেত্রে আবেদনকারী চালক শহরের রাস্তাঘাট চেনে কিনা তার পরীক্ষা নেওয়া হোক।
৫) যাত্রী নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি গাড়িতে পারমিট প্রাপকের ছবি সহ নাম বাধ্যতামূলক ভাবে গাড়িতে রাখার নিয়ম তৈরির আবেদন করছি।
যাত্রীসাথী ইংরেজিতে হয় JatriSathi, Yatrisathi নয়। তাই এই ক্যাবের নাম Jatrisathi করার দাবি জানানো হয়।
আলোচনা সদর্থক হয়েছে৷ এই দাবিগুলো পূরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলন হবে।