সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
“বাংলাকে কেউ ছোট করুক বা আমাদের অগ্রগতির জন্য যে ত্যাগ স্বীকার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলুক, তা আমি কখনো মেনে নেব না।” লন্ডন ছাড়ার আগে এভাবেই সিপিএম এবং বিরোধীদের উদ্দেশ্যে বাংলার বিরুদ্ধে মিথ্যে কুৎসা করার অভিযোগ তুলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতার বক্তব্য রাখার সময় যেভাবে সিপিএমের ছাত্র সংগঠনের পক্ষ থেকে অসভ্যতা করা হয়েছে শান্ত মাথায় তা মোকাবিলা করলেও রাজনৈতিকভাবে যে তিনি তাদের মোকাবিলা করবেন তা বুঝিয়ে দিলেন আরো একবার।
আজ লন্ডন থেকে নিজের এক্স হেন্ডেলে একটি ভিডিও কোলাজ পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “শৈশবে বাবাকে হারানোর দিন থেকে আমার জীবন একটি সংগ্রামের পথে পরিণত হয়েছে। এই লড়াই আমি ছাত্রনেতা হিসেবে, বিরোধী দলের কণ্ঠস্বর হিসেবে এবং এখন জনগণের সরকারের প্রধান হিসেবে চালিয়ে গিয়েছি। সংগ্রাম থেকে আমি কখনো পিছু হটিনি, ভবিষ্যতেও হটব না। কিন্তু বাংলা কে কেউ ছোট করুক বা আমাদের অগ্রগতির জন্য যে ত্যাগ স্বীকার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলুক, তা আমি কখনো মেনে নেব না।” মমতা এ-ও লিখেছেন, “বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না।”
এরপরেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখতে পেরে তিনি যে গর্বিত এবং সম্মানিত বোধ করছেন সেই প্রসঙ্গ তুলে লিখেছেন, “এটি শুধু আমার গর্ব নয়, প্রতিটি বাঙালির গর্ব। আমরা যে সংগ্রামের মধ্য দিয়ে এসেছি, তা আমাদের শক্তিশালী করেছে। যে বাংলা মডেল আমরা নিষ্ঠার সঙ্গে গড়ে তুলেছি, তা পণ্ডিত, শিক্ষাবিদ এবং চিন্তাশীল নেতাদের দ্বারা স্বীকৃত হতে দেখে আমার হৃদয় ভরে উঠেছে। এই অভিজ্ঞতা আমি চিরকাল মনে রাখব।”

আজ লন্ডনে মর্নিং ওয়ার্ক করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ত্রী ডোনা এবং মেয়ে সানাকে নিয়ে যোগদান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।