ব্রেকিং

Mamata Banerjee on Jain Program : “বাংলায় কোনও বিভাজন ও শাসন থাকবে না” আশ্বাস মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আমি জানি আপনারা ওয়াকফ ইস্যুতে অসন্তুষ্ট, কিন্তু বিশ্বাস রাখুন যে বাংলায় কোনও বিভাজন ও শাসন থাকবে না। বাংলার বার্তা হওয়া উচিত ‘বাঁচো এবং বাঁচতে দাও’।” এভাবেই আজ কলকাতায় ‘নবকার....

Mamata Banerjee on Jain Program : “বাংলায় কোনও বিভাজন ও শাসন থাকবে না” আশ্বাস মমতার

সুমন তরফদার। কলকাতা সারাদিন। “আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আমি জানি আপনারা ওয়াকফ ইস্যুতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

“আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আমি জানি আপনারা ওয়াকফ ইস্যুতে অসন্তুষ্ট, কিন্তু বিশ্বাস রাখুন যে বাংলায় কোনও বিভাজন ও শাসন থাকবে না। বাংলার বার্তা হওয়া উচিত ‘বাঁচো এবং বাঁচতে দাও’।” এভাবেই আজ কলকাতায় ‘নবকার মহামন্ত্র দিবস’ জৈন অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলায় বসবাসকারী মানুষের নিরাপত্তা প্রদান আমাদের দায়িত্ব। আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি যে যদি কেউ আপনাদের রাজনৈতিকভাবে জড়ো হতে উস্কে দেয়, তাহলে দয়া করে তা করবেন না। মনে রাখবেন দিদি আপনাদের এবং আপনার সম্পত্তি রক্ষা করবে। আমরা যদি একসাথে থাকি, তাহলে আমরা বিশ্ব জয় করতে পারব।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলায় কোনও বিভাজনের শাসন থাকবে না। সবাইকে এই বার্তা দিন যে আমরা একসাথে আছি এবং এই বার্তা সবাইকে দিতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের লক্ষ্য ঐক্যবদ্ধ করা, বিভক্ত করা নয়। আমরা যখন ঐক্যবদ্ধ থাকব, তখন দেশ এগিয়ে যাবে। কিছু লোক বাংলার বদনাম করছে, বলছে যে আমি রাজ্যে হিন্দু ধর্ম রক্ষা করি না। তাহলে সবাইকে কে সুরক্ষা দেয়? আমি বাংলার সংখ্যালঘুদের কৃতিত্ব দিতেই পারি, যারা রাজ্যে হিন্দু উৎসবও উদযাপন করে।”
তিনি আরও বলেন, “যদিও প্রত্যেকের পদ্ধতি ভিন্ন হতে পারে, বাঙালিরা বাংলা গান গায়, হিন্দুরা হিন্দি গান গায়, গুজরাটিরাও ডান্ডিয়া করে। আমরা একসাথে ডান্ডিয়াও নাচি। আমি গর্বের সাথে বলতে পারি যে এটিই বাংলা।” তিনি বলেন, “এই লোকেরা যদি আমাদের গুলিও করে, তবুও তারা আমাদের ঐক্য ভাঙতে পারবে না।”

তিনি বলেন, “আমরা সকলকে কলকাতার কালী মন্দিরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” তিনি বলেন, “আমরা কালী মন্দিরটি নতুনভাবে তৈরি করেছি। আমরা পুরীর জগন্নাথ মন্দিরের মতোই বাংলায়ও একটি মন্দির তৈরি করছি। আমরা প্রথম দিন এটির পূজা করব, তারপর এটি ইসকনের কাছে হস্তান্তর করা হবে।”

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে ওয়াকফ আইন কার্যকর করা হবে না।” কলকাতায় জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, তিনি সংখ্যালঘুদের এবং তাদের সম্পত্তি রক্ষা করবেন। তিনি বলেন, “আমি জানি যে আপনারা ওয়াকফ আইন বাস্তবায়নে অসন্তুষ্ট। বিশ্বাস রাখুন, বাংলায় এমন কিছু ঘটবে না যার ফলে কেউ ভাগ হয়ে শাসন করতে পারবে।” তিনি বলেন, “বাংলাদেশের পরিস্থিতি দেখুন। এটা এখনই পাস করা উচিত হয়নি।”

আজকের খবর