শোভন গায়েন। কলকাতা সারাদিন।
”এটা শুধু গেরুয়া পতাকা নয়, হিন্দু সংস্কৃতির উপর আঘাত।” কলকাতার একটি জায়গায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করে সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
এই ঘটনাকে হিন্দুদের অপমান হিসেবে চিহ্নিত করে সুকান্ত মজুমদার বলেন, ”যে ভাবে গেরুয়া পতাকা নামানো হয়েছে, তা শুধু দুঃখজনক নয়, নিন্দনীয়।” প্রতিবাদস্বরূপ তিনি ঘোষণা করেছেন, আগামী শনিবার হনুমান জয়ন্তীতে রাজ্যের প্রতিটি মানুষ যেন নিজেদের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলন করেন। বিজেপির রাজ্য সভাপতি আরও দাবি করেন, পুলিশের সামনে এই ধরনের আচরণ রাজ্যে ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, “রাজ্যের মন্ত্রী ও একজন সাম্প্রদায়িক নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে গতকাল কলকাতার বুকে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ আয়োজন করা হয়েছিল, তাতে আমরা দেখেছি, মৌলালিতে একটি বাস থেকে হিন্দুদের গেরুয়া পতাকা পুলিশের উপস্থিতিতে খুলে ফেলা হয়েছে। এই জমায়েত দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন। পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন।”
সুকান্ত মজুমদার বলেন, এই পতাকা কোনও রাজনৈতিক দলের নয়। বরং এটি সমগ্র হিন্দু সমাজ, সনাতনী সমাজের পতাকা, তাদের সম্মান। সেই পতাকা খুলে ভূলুণ্ঠিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বালুরঘাটের সাংসদ বলেন, “সিদ্দিকুল্লা চৌধুরী ও তাঁর বাঁদরের দল এই পতাকা খুলে ফেলে ভূলুণ্ঠিত করার চেষ্টা করেছে। সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে, সনাতনী সমাজের সম্মানকে, সম্ভ্রমকে ভূলুণ্ঠিত করার বিরুদ্ধে আসুন, আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আমরা সবাই প্রতিবাদ করি।”
কীভাবে প্রতিবাদ করবেন সেটাও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, “নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই। যারা সনাতনী রয়েছেন তাঁরা প্রত্যেকে এই পতাকা লাগাই।”
বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, তিনি নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগাবেন। আগামীকাল সকালে পতাকা লাগিয়ে ওই ছবি সমাজমাধ্যমে শেয়ার করবেন। এরপর পথে নেমে গেরুয়া পতাকা বিলি করার কথাও ঘোষণা করেন তিনি বলেন, “আমি কাল কলকাতার রাস্তায় নামব ও সনাতনী হিন্দুদের গেরুয়া পতকা বিলি করব। কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। সমগ্র বাংলা ফুটছে। সবাই প্রতিবাদ জানান। নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা লাগান।”