শোভন গায়েন। কলকাতা সারাদিন।
কলকাতা পুলিশের হাতে আটক হলেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত হিন্দুদের জন্য অনুদান সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরে হাজরা মোড়ে কলকাতা পুলিশের হাতে আটক হন রাজ্য বিজেপির সভাপতি। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে তিনি যখন চাঁদা তুলছিলেন, তখনই পুলিশ তাঁদের বাধা দেয়।
আটক প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। মুর্শিদাবাদের হিংসায় আক্রান্ত, ঘরছাড়াদের সাহায্যার্থে এই অনুদান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ বিনা কারণে তাঁদের বাধা দিয়েছে এবং জোর করে প্রিজন ভ্যানে তুলেছে। তিনি পুলিশের এই কাজকে বেআইনি আখ্যা দেন এবং অভিযোগ করেন, এমনকি মহিলা কর্মীদেরও হেনস্থা করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তাঁর যুক্তি শোনা হয়নি বলেও তিনি দাবি করেন।
প্রসঙ্গত গতকাল সোমবার, সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের জাফরাবাদে গিয়ে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। সেখানে ভাঙচুর হওয়া মন্দির ও দেবদেবীর মূর্তি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সংবাদমাধ্যমের কাছে তিনি প্রশ্ন তোলেন, যারা এভাবে অন্যের ধর্মস্থানে হামলা চালায়, তারা আসলে কোন ধর্মের? যারা অন্য ধর্মকে সম্মান করে না, তারা নিজেদের ধর্মকেও সম্মান করে না বলে মন্তব্য করেন তিনি। আক্রান্ত পরিবারগুলি এলাকায় একটি স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছে বলে জানান সুকান্ত। এই আবহে রাজ্য সরকারের কাছে তিনি অনুরোধ করেন, স্পর্শকাতর এই এলাকায় কেন্দ্রীয় বাহিনী বা বিএসএফকে ক্যাম্প করার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলার আশ্বাসও দেন তিনি।

অন্যদিকে, অসুস্থ রাজ্যপাল সি ভি আনন্দ বসুকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কিছুক্ষণ তিনি ভিতরে ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দূর থেকে ওনাকে দেখেছি। কিন্তু কোনও কথা হয়নি। তবে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।”
বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যপাল। এর আগে তিনি কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শোনা যাচ্ছিল, তিনি অন্যত্র চিকিৎসা করাতে চাইছেন। সেই মতো তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন।