ব্রেকিং

BJP inner clash in barasat : বারাসতে বিপদে বিজেপি, বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসত শহর ও বিজেপির দলীয় কার্যালয় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার দিয়ে দল থেকে সরানোর আবেদন। বারাসত মহিলা মোর্চা নেত্রী নবমিতা চক্রবর্তী ও উত্তর ২৪ পরগনা বিভাগীয় ইনচার্জ কৃষ্ণেন্দু....

BJP inner clash in barasat : বারাসতে বিপদে বিজেপি, বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

সুমন তরফদার। কলকাতা সারাদিন। উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসত শহর ও বিজেপির দলীয় কার্যালয় রাজ্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুমন তরফদার। কলকাতা সারাদিন।

উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসত শহর ও বিজেপির দলীয় কার্যালয় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার দিয়ে দল থেকে সরানোর আবেদন। বারাসত মহিলা মোর্চা নেত্রী নবমিতা চক্রবর্তী ও উত্তর ২৪ পরগনা বিভাগীয় ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জীর ছবি দিয়ে পোস্টারে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য এবং তাঁদের দল থেকে বহিষ্কার করার দাবীতে সরব বিজেপির একাংশ।

এই পোস্টার আজ সোমবার দেখা গেল বারাসাত শহরের নপাড়া, হেলাবটতলা, কলোনি মোড় এবং হরিতলা সংলগ্ন বিজেপি সাংগঠনিক জেলার সদর দপ্তরে। আর বিজেপির এই গোষ্ঠী কোন্দলকে নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।
তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্তের দাবী, বিজেপি কোনও রাজনৈতিক দলই নয়, বিজেপি একটি ধার্মিক দল। তাঁদের অন্তর্দ্বন্দ্ব আগেও প্রকাশ্যে এসছে, এখনও আসছে, এটি কোনও নতুন বিষয় নয়। ভোটের আগে এ ধরণের গোষ্ঠী কোন্দল আরও প্রকাশ্যে আসবে বলে দাবী তাঁর।

অন্যদিকে সিপিআইএমের নেতা আহমেদ আলী খান বলেন, ‘ছাব্বিশের আগে কেন্দ্রীয় কমিটির টাকা বারাসত সাংগঠনিক জেলার কোন নেতৃত্ব ভাগাভাগি করবেন তা নিয়েই মূলত এই গোষ্ঠী আন্দোলন, আর যার ফল দিকে দিকে পোস্টার।’

যদিও এই সমগ্র পোস্টার কাণ্ড ঘিরে বিজেপির একাধিক নেতৃত্ব সহ সাংগঠনিক জেলা সভাপতি সঙ্গে বারংবার যোগাযোগ করতে চাইলেও, এ বিষয়ে তারা কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে বিষয়টি নিয়ে কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, ‘সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের কারসাজি। দলের কেউ এ ধরণের কাজ করবে না।’

আজকের খবর