কনিষ্ক সামন্ত। কলকাতা সারাদিন।
কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলের গঙ্গাধরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বামরাম জোট পরাস্ত হল। পঞ্চায়েত সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল।
রবিবার সকাল থেকে পরিচালন কমিটি নির্বাচনে কড়া নিরাপত্তায় সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের পরে শুরু হয় গণনা। মোট ৪০ জন ডেডিকেট আসনের মধ্যে তৃণমূল সমর্থিত ২২ জন প্রার্থী জয়লাভ করে।
অন্যদিকে এইবার সমবায় নির্বাচনে বাম রাম জোট একত্রিত হয়ে প্রার্থী দিয়েছিল। বিরোধীরা মোট ১৮ টি আসনে জয়লাভ করে। কাজেই এই সমবায় সমিতির তৃণমূলের দখলেই থাকল।
তৃণমূল সমর্থিত প্রার্থী ও কর্মীদের শুভেচ্ছা জানাতে এদিন ভোট গ্রহণ কেন্দ্রে কাঁথি সংগঠনিক জেলার আইএনটিটিইউসি এর সভাপতি ও কাঁথি ও পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতা কর্মীরা এই জয়ের জন্য উল্লাসে মেতে ওঠে। সবুজ আবিরে ভরে ওঠে চারদিক।
বাদুড়িয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় তৃণমূলের দখলে
রাজ্যে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেখানেই তৃণমূলের জয় যেন অবধারিত পরিণতি হয়ে উঠেছে। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষি সমবায় জয় পেল তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতার উন্নয়নে শামিল হতে বাদুড়িয়া ব্লকের অন্তর্গত যদুরহাটি কৃষি সমবায় সমিতির গ্রাহক ও সদস্যরা বেছে নিলেন তৃণমূল প্রার্থীদেরই।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় পেল। সমবায়ের 12 জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এই জয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে।