সুমন তরফদার। কলকাতা সারাদিন।
“আমি তো সময় পাই না, প্র্যাকটিসও করি না,চর্চাও করি না। সকাল থেকে ফাইল ঘাঁটতে ঘাঁটতে গলা দিয়ে সুর বেরোনো মুশকিল হয়ে যায়। এখানে রূপঙ্কর, মনোময়, রাঘব, ইমন, ডোনা সবাই বসে আছে। ওদের বসিয়ে রেখে আমার গান করাটা শোভা পায় না।” নজরুল জয়ন্তীতে উপস্থিত শিল্পী ও দর্শকদের অনুরোধে গান ধরার আগে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরুল জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র সদনে আয়োজিত সরকারি অনুষ্ঠানে হঠাৎই আজ পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ফেরার পথে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পৌঁছতেই মন্ত্রী ইন্দ্রনীল সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি গান গাইতে অনুরোধ জানান। কথা রাখেন মুখ্যমন্ত্রী। “নয়ন ভরা জল গো তোমার” নিজের গলায় এই গানটি এদিন গেয়ে শোনান মুখ্যমন্ত্রী।
মন্ত্রী তথা সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন এদিন ‘নয়ন ভরা জল গো তোমার’ গানটি গাওয়ার কয়েক মুহূর্ত পরেই মুখ্যমন্ত্রী তার ভুল ধরিয়ে দেন। গানের সুরের ভুল ইন্দ্রনীলকে বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী। গান গাওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্বৈত সঙ্গীত পরিবেশন করছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু গানের দ্বিতীয় লাইনে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনীলের সুরের ভুল ধরিয়ে দেন। তিনি বলেন, “হয়নি… তুমি ভুল সুরে গাইছ।” এরপর মুখ্যমন্ত্রী নিজেই প্রথম থেকে গানটি আবার শুরু করেন।
এরপরেই মুখ্যমন্ত্রী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “দেখো আমার কিন্তু কথার ভুল ধরবেনা। আমার কাছে কাগজ নেই। ছোটবেলায় রেডিওতে যা শুনতাম সেভাবেই শিখেছি।”
এর আগে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি ‘কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট’। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি ‘নজরুল তীর্থ’ এবং ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি’। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!”

কবির রচনার অংশ উদ্ধৃত করে তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। “গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান! বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি”, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে লিখেছেন তিনি।