রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
নরেন্দ্রপুরের পরে এবার সোনারপুর। দিন কয়েক আগেই নরেন্দ্রপুরে দাদাগিরির পাশাপাশি তোলাবাজির ছবি দেখেছেন গোটা রাজ্যের মানুষ। আর এবারে সোনারপুর থানায় এলাকার চাঁদমারিতে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে বালি মাফিয়াদের অশুভ আঁতাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সোনারপুর এলাকায় রাস্তা আটকে অথবা দোকানের সামনে বালি অথবা মাটি জড়ো করে রাখার ঘটনা নিত্য নৈমিত্তিক। সোনারপুর থানা থেকে কার্যত ঢিল ছোঁড়া দূরত্বে সোনারপুর ফ্লাইওভার থেকে নেমে একটুখানি এগুলোই রয়েছে বেশ কয়েকটি দোকান। আর সেখানেই রয়েছে গোলক মার্কেট নামে একটি বিল্ডিং। এই বিল্ডিং এর নিচের তলায় রয়েছে বেশ কয়েকটি দোকান। তার মধ্যে একটি শ্রীকৃষ্ণ গ্যাস সার্ভিস সেন্টার। আর শ্রীকৃষ্ণ গ্যাস সার্ভিস সেন্টারের মাত্র দুটি দোকান পরেই রয়েছে স্টাইল ওয়্যার নামে জামাকাপড়ের একটি দোকান। সমস্যার সূত্রপাত এই স্টাইল ওয়ার দোকানের কর্ণধারের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অভিযোগকে ঘিরেই।
গত কয়েক মাস ধরে স্টাইল ওয়্যার দোকানের কর্ণধার বুম্বা ঘোষ স্থানীয় বালি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে প্রতিবেশী দোকান শ্রীকৃষ্ণ গ্যাস সার্ভিসের সামনের রাস্তা আটকে দিচ্ছে মাঝে মাঝেই। আর শ্রীকৃষ্ণ গ্যাস সার্ভিস সেন্টারের কর্ণধার দীপঙ্কর পয়ড়্যা বিষয়টি নিয়ে অভিযোগ জানালেই বেশ কিছু সমাজবিরোধী দুষ্কৃতিদের নিয়ে কখনো মদের বোতল ছুঁড়ে দোকান ভাঙচুর আবার কখনো বা মদ্যপ অবস্থায় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে দোকানের ভিতরে ঢুকে ভাঙচুর চালাচ্ছে স্টাইল ওয়ার দোকানের কর্ণধার বুম্বা ঘোষ।
স্থানীয় ক্লাব এবং এলাকার কাউন্সিলর ব্যক্তিগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোন অজ্ঞাত কারণে অথবা কোন প্রভাবশালী বালি মাফিয়ার হাত মাথার উপর থাকায় ধরাকে সরা জ্ঞান করে চলেছে এই দুষ্কৃতীরা।
এই মর্মে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায়। তবে শ্রীকৃষ্ণ গ্যাস সার্ভিস সেন্টারের কর্ণধার দীপঙ্কর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর থেকেই গা ঢাকা দিয়েছে প্রধান অভিযুক্ত বুম্বা।
অভিযোগকারী দীপঙ্কর জানান, “প্রতিবেশী দোকানদার হিসেবে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও প্রায়শই আমার দোকানের সামনে কখনো লরি ভর্তি বালি ফেলে রাস্তা আটকে দিচ্ছে। আবার কখনো বা একের পর এক গাড়ি দাঁড় করিয়ে দোকানে কাস্টমারদের আসার রাস্তা আটকে দিচ্ছে বুম্বা। বারে বারে অনুরোধ করা সত্ত্বেও সেই অনুরোধে কর্ণপাত না করে কয়েকদিন আগে অপরিচিত কয়েকজন দুষ্কৃতিকে সঙ্গে নিয়ে দোকানের ভিতরে ঢুকে বহু টাকার জিনিসপত্র ভাঙচুর করে দিয়ে গিয়েছে বুম্বা এবং তার সঙ্গী সাথীরা।”
বুধবার দুপুরেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেল শ্রীকৃষ্ণ গ্যাস সার্ভিস সেন্টারের সামনের রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে দুটি গাড়ি।