রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সোনারপুরের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা।
সোনারপুর তেমাথা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশানের জন্য গত রবিবার ভর্তি হয়েছিলেন ক্যানিংয়ের তালদি এলাকার বাসিন্দা সাবিত্রী গায়েন কীর্তনিয়া(৫৫)। তাঁর মৃত্যু ঘিরেই উঠছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন।
সোমবার তাঁর অপারেশন হয়। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ মৃত্যু হয় সাবিত্রী দেবীর। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা হয়নি।
সঠিকভাবে চিকিৎসা হলে এই অবস্থা হত না। হাসপাতালের ডাক্তারদের গাফলতির কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার। পরিজনদের প্রশ্ন, সামান্য গলব্লাডার অপারেশান থেকে তা কীভাবে মৃত্যু পর্যন্ত গড়াতে পারে?
রোগীর পরিবারের আরও অভিযোগ, অপারেশনের সময় সাবিত্রী দেবী হৃদরোগে আক্রান্ত হন বলে তাঁদের জানানো হয়। এরপর তাঁকে সিসিইউতে দেওয়া হয়।
কিন্তু হাসপাতালে কার্ডিওলজি না থাকা সত্ত্বেও কেন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হল না সেই প্রশ্ন তুলেছেন সাবিত্রীর পরিবারের সদস্যরা। অপারেশনের পর থেকে কোন চিকিৎসক তাঁকে দেখতে আসেননি বলে অভিযোগ। মঙ্গলবার দুপুর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
কিন্তু অভিযোগ, তারপরেও কোন ডাক্তার দেখতে আসেননি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা হাসপাতালেই। রোগীর পরিজনরা ক্ষোভে ফেটে পড়লেও এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।