বিশ্বের সব থেকে বড় কার্গো ফ্লাইট অবতরণ করল কলকাতা বিমানবন্দরে।বেলুগা এক্সএল নামক এয়ারবাসটি মঙ্গলবার গভীর রাতে কলকাতার মাটি স্পর্শ করে। বিমানবন্দর সূত্রে খবর, রাতে এগারোটা ৪৩ মিনিট নাগাদ এয়ারবাসটি কলকাতায় নামে জ্বালানি ভরতে ও ক্রু সদস্যের বিশ্রাম নেওয়ার জন্য।
জানা গিয়েছে এয়ারবাসটি মঙ্গলবার বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে একটানা ৫ ঘন্টা ১৮ মিনিট উড়ে কলকাতায় আসে। গন্তব্য চিনের তিয়ানজি বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর।
বিমানটিতে তিন জন পাইলট ও একজন ইঞ্জিনিয়ার ছিলেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত সেটি কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের জে ১ পার্কিং বে তে দাঁড়িয়ে ছিল। তারপর সেটি চিনের উদ্দেশ্যে উড়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছন ‘টেকনিক্যাল স্টপ’ হিসাবেই কলকাতায় অবতরণ করেছিল ওই বিমানটি। পূর্ব ভারতে কলকাতা ছাড়া আর অন্য কোন বিমানবন্দরে এতবড় বিমান নামা সম্ভব নয়।