সকাল হলেই শিশুরা ছুটে যায় পুষ্টিকর খাবার নিতে আইসিডিএস কেন্দ্রে। সেই আইসিডিএস কেন্দ্রে আবার খাবারের গর মিল, নেই পুষ্টিকর খাবার, খিচুড়িতে ডাল নেই, সবজি নেই, ডিম মিলেও অর্ধেক। সকাল ৮ টার পর কেউ যদি আইসিডিএস কেন্দ্রের শিশুদের নিয়ে পৌঁছয় তাকে খালি টিফিন কারি নিয়েই ফেরত যেতে হচ্ছে বাড়ি, যা নিয়ে ক্ষুব্ধ ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার সাধারণ মানুষ।
বারংবার অভিযোগ তুললে অভিভাবকদের আইনত ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন আইসিডিএস কর্মীরা। ঝাড়গ্রাম শহরের জামদা শিশু আলোয় আইসিডিএস কেন্দ্রে মায়ের সংখ্যা বাদ দিয়ে শিশু রয়েছে ৪৫ জন ,সে জায়গায় রান্না হচ্ছে ৯০০ গ্রাম ডালের খিচুড়ি, ডিম রয়েছে মাত্র ৩০ টি, কিভাবে মিলবে শিশু এবং মায়েদের পুষ্টিকর খাবার তা নিয়ে ধন্দ্বে রয়েছেন অভিভাবকরা।
খাবারের গুণমান নেই, শিশুরা পুষ্টিকর খাবার কি করে পাবে। তাই ওই আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের শুধু ভুরি ভুরি অভিযোগ। যা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ।
তাই ওই এলাকার বাসিন্দারা ঝাড়গ্রাম শহরের ঝামদা আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে ওই আইসিডিএস কেন্দ্রে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে খাবারের মান নিয়ে এবং শিশুদের অর্ধেক ডিম দেওয়া প্রসঙ্গে ওই আইসিডিএস কেন্দ্রের দায়িত্বে থাকা দিদিমনিরা কোন মন্তব্য করতে চাননি।