সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে আয়োজিত বই মেলা এবং উলুবেড়িয়া মেলায় রেকর্ড পরিমান বিকিকিনি হল।
উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর দুটি মেলায় মোট ৮৩ লক্ষ ২৫ হাজার ৫১ টাকার বিকিকিনি হযেছে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর গত ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি উলুবেড়িয়া পুরসভার পার্কিং জোনে বসেছিল এবার দুটি মেলায় বই বিক্রি হয়েছে ৩২ লক্ষ ৯৭ হাজার ৭১ টাকার।
এছাড়াও সোনাঝুরি হাটে ২০ লক্ষ ৮৭ হাজার ৫৪০ টাকার জিনিষ বিক্রি হয়েছে। এর পাশাপাশি ২১ লক্ষ ৫৮ হাজার ৩২৫ টাকার খাবার বিক্রি হয়েছে।
সেইসঙ্গে গত ৫ দিনে উলুবেড়িয়া মেলায় ৩ লক্ষ ৭৮ হাজার ৩৭০ টাকার স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরী পণ্য,
১ লক্ষ ৮৯ হাজার ২৭০ টাকার ডিম এবং মাংস, ১ লক্ষ ৪২ হাজার ৬৩০ টাকার মাছ এবং ৭১ হাজার ৮৪৫ টাকার সবজি বিক্রি হয়েছে।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান দুটি মেলায় যে পরিমান বিকিকিনি হয়েছে সেটা আগামীদিনে মেলায় আসা ব্যবসায়ীদের উৎসাহ যোগাবে বলে জানান অভয় দাস।